সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর। জুন মাসেই দেওয়া হবে বকেয়া ডিএ (WB DA Issue)। বলে রাখি, গত 16 মে সুপ্রিম কোর্টের নির্দেশে জানানো হয়েছিল, জুন মাসের 27 তারিখের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া DA’র অন্তত 25 শতাংশ মেটাতে হবে। আর সেই নির্দেশ মেনে অর্থদপ্তর তৎপর হয়ে এগোচ্ছে।
নবান্ন সূত্রে খবর পাওয়া গেল, 2008 সালের 1 এপ্রিল থেকে 2015 সালের 31 ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের মোট বকেয়া ডিএ’র পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় 41,770 কোটি টাকা। আর যদি 25 শতাংশ করে ডিএ হিসাব করা হয়, তাহলে জুন মাসে প্রায় 10 হাজার কোটি টাকা মেটাতে চলেছে রাজ্য সরকার।
এতেই থেমে নেই রাজ্য
তবে এ নিয়ে চলছে সংশয়! কারণ, ঠিক কোন সময়সীমার উপর ভিত্তি করে 25 শতাংশ ডিএ নির্ধারণ করা হবে এবং কারা এই ডিএ পাবেন, সেই প্রশ্নের জবাব খুঁজতে রাজ্য সরকার এবার সুপ্রিম কোর্টে মডিফিকেশন পিটিশন দাখিল করেছে। আর সেই পিটিশনের শুনানি জুলাইয়ের আগে হচ্ছে না বলেই খবর। আপাতত এখন জুন মাসের মধ্যে আদালতের নির্দেশ মেনে 25 শতাংশ ডিএ দেওয়া ছাড়া রাজ্যের আর কোনও উপায় নেই।
মডিফিকেশন হলেও রিভিউ নয়
এবার অনেকে হয়তো ভাবছেন, রাজ্য সরকার হয়তো আদালতের নির্দেশ বাতিল করার চেষ্টা করছে। তবে আদতে এরকম কিছুই নয়। আসলে এটি কোনোরকম রিভিউ পিটিশন নয়, বরং মডিফিকেশন পিটিশন। অর্থাৎ, আদালতের দেওয়া নির্দেশের কিছু অংশের স্পষ্ট ব্যাখ্যা এবং পুনর্বিবেচনা করা হবে।
এ বিষয়ে এক প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, আমাদের সুপ্রিম কোর্ট সাফ বলে দিক, ঠিক কোন সময়সীমার উপর ভিত্তি করে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ মেটাতে হবে। আর এই 25 শতাংশ ডিএ’র হিসেব করা মুখের কথা নয়। যদি সুপ্রিম কোর্ট স্পষ্ট না জানায়, তাহলে ভবিষ্যতে বিতর্ক শেষ হবে না।
আরও পড়ুনঃ ব্যবসা বন্ধ হওয়ায় ভোলবদল! ভারতের সাথে বন্ধুত্ব চায় বাংলাদেশ, কিন্তু… বিরাট মন্তব্য ইউনূসের
বলে রাখি, আগামী 8 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে। তার আগে 25 শতাংশ ডিএ পরিশোধ করেই ওই মামলায় অংশ নেবে রাজ্য সরকার, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু জুলাই মাসে যদি মডিফিকেশন পিটিশনের শুনানি হয়, তাহলে আবারো নতুন করে জলঘোলা সৃষ্টি হতে পারে। আর নবান্ন সেই সম্ভাবনাকে মাথায় রেখেই এগোচ্ছে।
এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে, কর্মচারীরা ঠিক কত টাকা পাবে? যদিও সঠিক অঙ্কের হিসাব এখনো মেলেনি। তবে প্রাথমিক হিসাব অনুযায়ী বোঝা যাচ্ছে, একজন কর্মী কয়েক হাজার টাকা থেকে শুরু করে কয়েক লক্ষ টাকা পর্যন্ত বকেয়া ডিএ পেতে পারে। আর সেই আশাতেই এখন দিন গুনছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।