প্রীতি পোদ্দার, কলকাতা: বাম আমলে রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় শিল্প বাড়ানোর জন্য নয়া উদ্যোগ (WB Incentive Schemes) নিয়েছিল বাম সরকার। কারণ সেই সকল এলাকার জনপ্রিয়তা অত্যন্ত কম ছিল তাই শিল্পস্থাপনের জন্য আইন করে শিল্পপতিদের অনুদান দেওয়ার ব্যবস্থা করেছিল বাম সরকার। মূলত জেলায় শিল্পস্থাপনে উৎসাহ দিতেই ছিল এই ব্যবস্থা। গ্রামাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় টাকা দিত সরকার। সেই টাকায় পরিকাঠামো তৈরি করত শিল্প সংস্থাগুলি। কিন্তু এবার আর্থিক অনুদান বন্ধ করতে চলেছে মমতা সরকার। আনতে চলেছে নয়া পলিসি।
ইনসেনটিভ বাতিল করল মমতা
২০১১ সাল রাজ্যের সিংহাসনে তৃণমূল ক্ষমতা দখলের পর থেকে রাজ্যে শিল্পের খানিক বিকাশ হয়েছে। ছোট-বড় নানা শিল্প গড়ে উঠেছে জেলায় জেলায়। কিন্তু শিল্প স্থাপনে কিছু কিছু ক্ষেত্রে বিলম্বের কারণ হয়ে ওঠে রাজ্য সরকারের বর্তমান জমি নীতি। আসলে রাজ্যের বিভিন্ন জেলায়, বিশেষত পিছিয়ে পড়া জেলাগুলিতে শিল্পের উন্নয়নের জন্য শিল্পপতি এবং বিনিয়োগকারীদের কিছু ‘ইনসেনটিভ’ দেওয়া হত। অর্থাৎ শিল্প গড়ার জন্য রাজ্যে সরকার আলাদা করে আর্থিক অনুদান দিত। আর্থিক সাহায্যের মাধ্যমে ওই সমস্ত জেলায় বিনিয়োগের জন্য আকর্ষণ করা হত ব্যবসায়ীদের। বাম আমল থেকে এই ব্যবস্থার চল চলে আসছে। তাই এবার সেই ব্যবস্থার আমূল পরিবর্তন আনল সরকার। ইনসেনটিভ বাতিল করে দেওয়া হল।
বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘোষণা
সূত্রের খবর, গতকাল অর্থাৎ বুধবার, বিধানসভায় ছিল স্বাস্থ্য বাজেট আলোচনা। সেই আলোচনায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ”১৯৫৭ সালে সরকার একটা জমি নিয়েছিল, আজও তার ক্ষতিপূরণ দিতে হচ্ছে। সিপিএম আমলে এত জমি নিয়েছে, তার টাকা আজও দিতে হচ্ছে। ট্রেজারিতে চাপ বাড়ছে। এটা হবে না। একটা দায়িত্ব নেয়নি। এখন রাজ্যে বড় শিল্প আসছে। আরও প্রকল্প আছে। ‘লক্ষ্মীর ভাণ্ডার’ আছে। আইটি এজেন্সি অনেক বেড়েছে, তাই নতুন পলিসি করতে হবে।” জানা গিয়েছে ১৯৯৩ থেকে ২০১৩ সালের মোট ৮ টি ইনসেনটিভ স্কিম বাতিল করা হয়েছে ৷ অন্যদিকে নতুন শিল্প ও জমি নীতি তৈরির জন্য এবং শিল্পের বিভিন্ন অংশীদারদের মতামত নেওয়ার জন্য মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। জানা গিয়েছে এক মাসের মধ্যে কমিটির সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকার নতুন স্কিম চালু করবে।
আরও পড়ুনঃ বাড়ছে সরকারি কর্মীদের অবসরের বয়সসীমা? জানিয়ে দিল কেন্দ্র
নতুন কমিটি গঠন
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আমরা রাজ্যপালের কাছে আবেদন করছি, তিনি যেন দ্রুত এই বিল অনুমোদন করেন, যাতে নতুন শিল্প নীতির বাস্তবায়ন শুরু করা যায়।”এছাড়াও ইনসেটিভ বিল বাতিলের প্রসঙ্গে সরকার জানিয়েছে যে, আগে রাজ্যে শিল্পের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ছিল না। তাই সেক্ষেত্রে বিনিয়োগকারীদের সরকারের তরফে আর্থিক অনুদানের মাধ্যমে বাড়তি সুবিধা দেওয়া হত। কিন্তু বর্তমানে সমস্ত জেলায় শিল্প গড়ার সুযোগসুবিধা রয়েছে। জল, বিদ্যুৎ প্রভৃতি সব ক্ষেত্রেই প্রভূত উন্নয়ন ঘটেছে। তাই এই আর্থিক সাহায্যের আর কোনও প্রয়োজন নেই। তাই এই বিল প্রত্যাহার করা হয়েছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |