মিড-ডে মিলের থালায় বাড়ছে পুষ্টি, ফল-ডিম দিয়ে পড়ুয়াদের থালা সাজাবে রাজ্য সরকার

Published on:

State has decided to provide eggs and fruits to students in midday meal

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2024-25 আর্থিক বছরের ফ্লেক্সি ফান্ড হিসেবে বরাদ্দ হওয়া 7562.53 লক্ষ টাকা থেকে বেঁচে যাওয়া অতিরিক্ত অর্থ দিয়েই রাজ্যের স্কুল পড়ুয়াদের মিড-ডে (Mid Day Meal) মিলের থালায় পুষ্টি জোগাবে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের বিভিন্ন মিড-ডে মিল শিক্ষা প্রতিষ্ঠানগুলির পড়ুয়াদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতেই অর্থ ঢালবে স্কুল শিক্ষা দফতর। জানা যাচ্ছে, শিক্ষা দফতরের সিদ্ধান্তে এবার অতিরিক্ত ফল ও ডিম পেতে চলেছে পশ্চিমবঙ্গের স্কুলমুখী পড়ুয়ারা।

পুষ্টিকর খাবার পাবে লক্ষাধিক পড়ুয়া

স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের প্রায় 85 লক্ষ 93 হাজার 783 জন পড়ুয়াকে সপ্তাহে অন্তত দু’দিন ডিম খাওয়ানো হবে। রাজ্যের স্কুলগুলিতে পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী যা ছিল শুধুমাত্র একদিনের জন্য বরাদ্দ। ডিমের পাশাপাশি স্কুল পড়ুয়াদের পুষ্টির যোগান দিতে মিড ডে মিলের থালায় থাকবে ফলও। জানা যাচ্ছে, এর জন্য পড়ুয়া পিছু 8 টাকা করে খরচ হবে রাজ্যের। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, মূলত 5 সপ্তাহের মধ্যে মিড-ডে মিলে বাড়তি পুষ্টি যোগ করতে হবে।

রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে শিক্ষা সমিতি!

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডলের গলায় সম্প্রতি বেসুরো মন্তব্য শোনা গিয়েছে। মিড ডে মিলে বরাদ্দ প্রসঙ্গে স্বপন বলেন, আমরা বারংবার দাবি জানিয়ে এসেছি পড়ুয়াদের মাথাপিছু বরাদ্দ হিসেবে প্রাথমিকে 10 টাকা এবং উচ্চ প্রাথমিকে 15 টাকা না করতে পারলে ছাত্র-ছাত্রীদের বাস্তবিক অর্থে পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব হবে না। তবে আমাদের প্রতিবারের অনুরোধ শর্তেও কেন্দ্র এবং রাজ্য উভয়ই বিষয়টি থেকে চোখ সরিয়ে নিয়েছে।

কবে নাগাদ লাগু হবে মিড ডে মিলের নয়া নিয়ম?

স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, রাজ্যের প্রায় প্রতিটি স্কুলে আগামী 31 মার্চের মধ্যে পুষ্টি সংক্রান্ত মিড ডে মিলের নয়া নিয়ম বলবৎ করতে হবে। গতবছর অর্থাৎ 2024-25 অর্থ বর্ষের শেষের দিকে বরাদ্দ বৃদ্ধির পর ফান্ডে কিছু টাকা জমেছিল এবার সেই ফান্ডকে কাজে লাগিয়েই স্কুল পড়ুয়াদের মিড ডে মিলের থালায় পুষ্টি যোগাতে চলেছে রাজ্য।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: বাংলায় হু হু করে কমছে মুরগির মাংসের দাম, ভাইরাসের প্রকোপ বাড়তেই না খাওয়ার পরামর্শ

স্কুল পড়ুয়াদের মিড ডে মিল বরাদ্দ প্রসঙ্গে মিড ডে মিল প্রজেক্টের ডিরেক্টর পারমিতা রায় জানান, বেঁচে থাকা অর্থ থেকে পড়ুয়াদের সাপ্লিমেন্টারি নিউট্রেশান দেওয়ার ব্যবস্থা করা হবে। এই অর্থ বছরে সময় যেহেতু খুবই কম তাই মূলত 11 দিনের উল্লেখ করা হয়েছে। পারমিতা রায়ের আরও সংযোজন, তৃতীয় কৈমাসিক শেষের যে টাকা বাকি থেকে গেছে তা দিয়েই সাপ্লিমেন্টারি ফুডের ব্যবস্থা করা হচ্ছে।

শেষ বারের মতো মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি

গত বছর অর্থাৎ 2024 সালের নভেম্বরে কেন্দ্রীয় শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, মিড ডে মিলের ক্ষেত্রে প্রাথমিকে 74 পয়সা এবং উচ্চ প্রাথমিকে 1 টাকা 12 পয়সা বৃদ্ধি করা হচ্ছে। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মাথাপিছু মিড ডে মিল বরাদ্দ বেড়েছিল 6 টাকা 19 পয়সা।

এই অঙ্কে 3 টাকা 71 পয়সা এসেছিল কেন্দ্রের পকেট থেকে। এরপর গতবছর ডিসেম্বরের শেষে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। জানানো হয়, রাজ্যের তরফে মাথাপিছু বরাদ্দ বাড়বে 2 টাকা 48 পয়সা। ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মাথাপিছু বরাদ্দ বাড়ানো হয়েছিল 9 টাকা 29 পয়সা। যার মধ্যে কেন্দ্রের রয়েছে 5 টাকা 57 পয়সা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥