নয়া বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের! OBC মামলায় বিরাট ধাক্কা খেল রাজ্য সরকার

Published:

OBC Issue
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে OBC ইস্যু (OBC Issue) আবারও আলোচনার শিরোনামে। এবার OBC মামলায় রাজ্য সরকারকে একপ্রকার ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট। আজ হাইকোর্ট সাফ জানিয়ে দিল যে, রাজ্যের নতুন করে তৈরি করা OBC তালিকা এবং সেই সংক্রান্ত যাবতীয় সরকারি বিজ্ঞপ্তি স্থগিত থাকবে।

শুধু এখানেই শেষ নয়, নতুন চালু হওয়া পোর্টালের মাধ্যমে OBC সার্টিফিকেটের জন্য আবেদন করাও আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে রাজ্যের শীর্ষ আদালত। বলে রাখি, এই স্থগিতাদেশ চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। আর এই মামলার শুনানি হবে আগামী 24 জুলাই।

কী বলেছে কলকাতা হাইকোর্ট?

আজ অর্থাৎ, মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখার মান্নার ডিভিশন বেঞ্চে এই মামলাটি উঠেছিল। শুনানির পর বিচারক বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন করে তৈরি করা OBC তালিকা আর সেই সংক্রান্ত যত বিজ্ঞপ্তি এতদিন পর্যন্ত প্রকাশিত হয়েছে, সবকিছুই স্থগিত থাকবে। আর এই নির্দেশ মেনেই পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।

বলে রাখি, গত কয়েক মাস ধরে রাজ্য সরকার OBC তালিকা নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছিল। তখন হাইকোর্ট জানিয়েছিল যে, আগের তালিকার বৃহৎ অংশে বেআইনি ধরা পড়েছিল। আর সেই নির্দেশ মেনেই নতুন করে তালিকা তৈরি করার সমীক্ষা শুরু হয়েছে। এমনকি রাজ্য সরকার তখন সেই নীতি বিধানসভায় পেশও করেছিল।

প্রসঙ্গত, নতুন OBC তালিকায় 140টি জাতিকে শ্রেণীভুক্ত করা হয়। তার মধ্যে 76টি জাতিকে সম্পূর্ণ নতুনভাবে ঢোকানো হয়। পাশাপাশি আগের তালিকায় থাকা 66টি জাতির মধ্যে 64 টিকে তালিকায় রাখা হয়েছিল। আর বাকি দুটি জাতিকে নিয়ে এখনো সমীক্ষা চলছে।

আরও পড়ুনঃ পেট্রোল, ডিজেলের দর ২৫০ পার! IMF-র লোন, ভারতকে কাঠি করার ফল ভুগছে পাকিস্তান

পরবর্তী শুনানি কবে?

হাইকোর্ট জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 24 জুলাই, 2025। আর সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তার আগে 31 জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে বলেই হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join