শ্বেতা মিত্র, কলকাতা: কথাতেই আছে, রাখে হরি তো মারে কে। ঠিক সোমবার রাতে যেমনটা ঘটল বনগাঁ লোকালের (Bangaon Local) সঙ্গে। বিরাট রকমের একটা দুর্ঘটনা ঘটতে পারত। তবে সেই ট্রেনের যাত্রী ও চালকের কপাল ভালো ছিল বলে অল্পের জন্য বড় রকমের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আর একটু হলে রাতের বনগাঁ লোকাল হয় লাইনচ্যুত নয়তো উল্টে যেতে পারত। তবে স্থানীয় মানুষ, যাত্রী ও চালকের তৎপরতায় তেমন হওয়া থেকে আটকানো গিয়েছে। এখন নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
দুর্ঘটনার হাত থেকে বাঁচল বনগাঁ লোকাল
ঘটনাটি ঘটেছে বারাসত স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মের কাছে। রেল লাইনে পর পর পাথর সাজানো ছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের হঠাৎই তা নজরে আসে। তখনই হৈচৈ পড়ে যায় সর্বত্রই। সঙ্গে সঙ্গে লোকো মোটর ম্যানকে তা জানানো হয়। এরপর স্টেশনে ঢোকার মুখেই ট্রেন দাঁড় করিয়ে দেন লোকো পাইলট। এরপর খবর দেওয়া হয় রেল পুলিশকেও। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে বড় বিপদ থেকে রক্ষা করেন অসংখ্য যাত্রীকে।
তদন্ত শুরু পুলিশের
ট্রেনটিকে থামানো হয় এবং রেললাইন থেকে পাথরগুলিকে সরানো হয়। স্বাভাবিকভাবেই এহেন ঘটনায় নতুন করে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনিতে সাম্প্রতিক সময়ে বাংলা সহ দেশজুড়ে বিভিন্ন জায়গায় ঘটেছে একের পর এক রেল দুর্ঘটনা সেই সকল ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে যাত্রীদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে অন্যদিকে রেল লাইনে জিনিসপত্র ফেলে ট্রেন দুর্ঘটনা করার ছকও হয়েছে বেশ কিছু জায়গায়। কখনো সিলিন্ডার ফেলে তো কখনো বড় বড় পাথর রেখে ট্রেন লাইনচ্যুত করার অভিযোগ উঠেছে।
যাইহোক বনগাঁ লোকালের ঘটনায় ইতিমধ্যে পুলিশের স্ক্যানারে একজন রয়েছে। জিআরপির তরফে জানানো হয়েছে, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি এই ঘটনা ঘটান।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |