শ্বেতা মিত্র, কলকাতা: শিক্ষা প্রতিষ্ঠানেও যে এরকম এক ঘটনা ঘটে যেতে পারে সে সম্পর্কে হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি। বাংলার এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে এবার এমন এক ঘটনা ঘটে গেল যা সকলকে কার্যত তাজ্জব করে রেখে দিয়েছে। ইউনিভার্সিটির বিভাগীয় প্রধানের সঙ্গে এক প্রথম বর্ষের ছাত্রের বিবাহের ছবি ঘিরে তোলপাড় হয়ে গেল নদীয়া তথা সমগ্র বাংলা। হ্যাঁ ঠিকই শুনেছেন। একজন শিক্ষিকা ও একজন পড়ুয়ার ছবিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শুরু হয়েছে তদন্তও।
কী ঘটেছে?
নদিয়ার হরিণঘাটা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটিতে বড় ঘটনা ঘটে গিয়েছে। এখানে বিভাগীয় প্রধানের সঙ্গে ছাত্রের বিয়ের ছবি বিদ্যুতের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। যদিও বিষয়টিকে ফেক বলা হচ্ছে। কেউ কেউ দাবি করেছেন, এটি একটি প্রজেক্টের অংশ। কিন্তু প্রশ্ন উঠছে, যাই হয়ে যাক না কেন, ক্লাসরুমের ভিতরে এরকম ছবি, সর্বোপরি এরকম ঘটনা বিশ্ববিদ্যালয়ের ভেতরে কীভাবে হল?
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে শুরু হয়েছে তদন্ত। যদিও ওই বিভাগীয় প্রধান নাকি নিজের সাফাইতে জানিয়েছেন, এই বিয়ে প্রজেক্টের অঙ্গ বলে দাবি করেছেন বিভাগীয় প্রধান। কিন্তু কোন প্রজেক্টের জন্য এই ধরণের বিয়ের রীতিনীতির ভিডিও তোলা দরকার হল, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এখনো অবধি কিছু স্পষ্ট নয়।
তদন্ত শুরু বিশ্ববিদ্যালয়ের
ইতিমধ্যেই ঘটনার ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। যা দেখে চোখ কপালে উঠেছে সকলের। ঘটনাটি নাকি ঘটেছে ১৬ই জানুয়ারি। ভিডিওতে দেখা যাচ্ছে, একেবারে ক্লাসরুমের মধ্যেই মালাবদল থেকে শুরু করে অন্যান্য নিয়ম রীতি পালন করা হচ্ছে। তবে এই বিষয়ে মুখ খুলতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি বাকি ছাত্র ছাত্রীরা অবধি কিছু বলছেন না। ফলে ঘটনাটি সত্যি নাকি কোনো প্রোজেক্টের অংশ, নাকি ধরা পড়ে যাওয়ার ভয়ে প্রোজেক্ট হিসেবে চালানো হচ্ছে, এরকম একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী জানিয়েছেন, বিভাগীয় প্রধান ওই মহিলা অধ্যাপকের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। উপাচার্য আরও বলেন, “প্রাথমিকভাবে অভিযুক্ত বিভাগীয় প্রধান জানিয়েছেন, এটা তাঁদের পাঠ্যক্রমে থাকা প্রজেক্টের অঙ্গ। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে।”
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |