প্রীতি পোদ্দার, বর্ধমান: বাঙালির আর যাই হোক না কেন মাছ ভাত ছাড়া বাঙালির দিন একদমই কাটতে চায় না। শুধু কি তাই! বাইরে কোথাও ঘুরতে গেলেও সেখানেও বাঙালি ভাত খুঁজবে। তাই এক কথায় বাংলার মানুষের কাছে ভাতের চাহিদা অনেক। আর এই চাহিদার মধ্যেই এবার হুড়মুড়িয়ে বেড়ে গেল চালের দাম (Rice Price)। মিনিকেট-বাঁশকাঠি তো রয়েইছে, স্বর্ণ, রত্না-সহ অন্যান্য চালের দামও ভালই বেড়েছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে নিম্নবিত্ত মানুষের পক্ষে আলুসিদ্ধ ভাত জোগানোটাও সমস্যার হয়ে দাঁড়াচ্ছে।
দাম বৃদ্ধির জট পাকল বর্ধমানে!
বরাবর বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়ে থাকে। আর সেই বর্ধমানেই এবার হুড়মুড়িয়ে বাড়ল চালের দাম। অনেক ক্রেতাই চাল কিনতে গিয়ে অভিযোগ করেছেন যে, তারা যে মিনিকিট চাল কিনতেন, সেটি এখন ৫০ টাকা থেকে ৬০ টাকা কেজি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, রত্না চালের দাম ৪৩ টাকা থেকে বেড়ে ৫০ টাকা কেজি হয়ে গিয়েছে, বাঁশকাঠি চালের দাম ৭২ টাকা থেকে ৮০ টাকা কেজি, এবং গোবিন্দভোগ চালের দাম ৮৫ টাকা থেকে ১০০ টাকা কেজি হয়ে গিয়েছে। অর্থাৎ এক কথায় বলা যায়, সব ধরনের চালের দামই বেড়েছে বেশ হারে। মাথায় হাত পড়েছে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তদের।
ক্ষোভ বাড়ছে সাধারণের মনে
কয়েকদিন আগেও মিনিকিট খুচরো বাজারে বিক্রি হচ্ছিল ৫০ টাকা প্রতি কেজি দরে। রত্না চালের দাম ছিল ৪৩ টাকা প্রতি কেজি। প্রতি কেজি বাঁশকাঠি চালের দাম ছিল ৭২ টাকা। গোবিন্দভোগ চাল খুচরো বাজারে ৮৫ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছিল এখন সব কিছুই অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে বাজারে। বাজারের বেশ কিছু ব্যবসায়ীর দাবি এইভাবে চালের দাম হঠাৎ বেড়ে যাওয়াটা তারাও মেনে নিতে পারছে না। এদিকে ক্রমাগত দাম বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভও বাড়ছে।
আরও পড়ুনঃ অজানা ভাইরাসে মৃত্যু হাজার হাজার মুরগির, সতর্কতা জারি কেন্দ্রের, হু হু করে কমছে দাম
তবে এই ঘটনায় কিছু ব্যবসায়ী এবং কৃষক নেতারা মনে করছেন যে, চালের দাম বাড়ানোর পেছনে কিছু অসাধু ব্যবসায়ীদের হাত থাকতে পারে। যারা চোরা চালানের মাধ্যমে এই দামবৃদ্ধি ঘটাচ্ছে। এই বিষয়ে সিপিএমের কৃষক সভার রাজ্য সভাপতি অমল হালদার বলেন, কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে নিজেদের মুনাফা বাড়ানোর চেষ্টা করছে। তবে, তিনি সরকার এবং প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন যেন তারা পরিস্থিতির উপর নজর রাখে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
তদন্ত করতে ময়দানে নামল টাস্ক ফোর্স
দিনের পর দিন এইভাবে আচমকা আলুর পর চালের দাম বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসেছে জেলা প্রশাসনও। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েষা রানি এই বিষয়ে জানিয়েছেন যে, বিষয়টি তাঁদের নজরে এসেছে। ইতিমধ্যেই টাস্ক ফোর্সকে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে রিপোর্ট পেলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |