হঠাৎ করেই ধোঁয়ায় ঢেকে গেল চারদিক, হতে থাকে শ্বাসকষ্ট! হইচই জামুড়িয়ায়

Published:

Jamuria
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ অর্থাৎ মঙ্গলবার সকালে হঠাৎ করেই ঘন ধোঁয়ায় ঢেকে গেল আসানসোলের জামুড়িয়ার (Jamuria) নিউকেন্দা কোলিয়ারির আশেপাশের এলাকা। মিনিটের মধ্যেই বাতাসে ভরে উঠল বিষাক্ত গ্যাস, যার জন্য চোখ জ্বালা, শ্বাসকষ্টে ভুগতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। এমনকি আতঙ্কে অনেকে বাড়িও ছাড়েন। কিন্তু কী এমন ঘটল?

বৃষ্টির পরেই বাড়ল ধোঁয়ার তীব্রতা

স্থানীয় এক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, ওখানে গত দুই বছর ধরেই খনির ভেতরে আগুন জ্বলছে। সাধারণত হালকা ধোঁয়া সবসময় বের হতে থাকে। তবে সোমবার দুপুরবেলা বৃষ্টি নামার পর পরিস্থিতি নাকি আরো জটিল হয়ে ওঠে। এক বাসিন্দা বলেছে, বৃষ্টির সময় হঠাৎ করে ধোঁয়ার পরিমাণ বেড়ে যায়। কিছুক্ষণের মধ্যে পুরো মন্ডলপাড়া ধোঁয়ায় ঢেকে যায়, শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল।

তাঁরা জানাচ্ছে, খনি থেকে বেরোনো ধোঁয়ার মধ্যে বিপজ্জনক মিথেন এবং কার্বন মনোক্সাইড গ্যাস রয়েছে। আর এই গ্যাস সরাসরি মানুষের শ্বাসযন্ত্রে আঘাত করছে। ফলে শিশু এবং প্রবীণ নাগরিকরা তো বটেই, পাশাপাশি সুস্থ মানুষদেরও শ্বাসকষ্ট, মাথা ঘোরা, এমনকি চোখ জ্বালার মতো ঘটনা ঘটছে।

আরও পড়ুনঃ নোয়া বিতর্কে বিস্ফোরক কল্যাণ! বললেন ‘পরীক্ষা দিয়েছে তরুণী, ভুল বলছে মিডিয়া’

ভূমিধসের আশঙ্কা

একদিকে যেমন এই খনির ধোঁয়া সাধারণ মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, তার পাশাপাশি আরও এক আশঙ্কা ভেবে ভয় পাচ্ছে এলাকাবাসী। আর তা হল ভূমিধস। খনির ভেতরে টানা আগুন জ্বলতে থাকলে মাটির গঠন দুর্বল হয়ে পড়ে। সে কারণে হঠাৎ করেই ভূমিধস হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। এই অবস্থার দ্রুত সমাধান না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলেই মনে করছে সবাই। নিউকেন্দার ওসিপির কাছে থাকা এক বাসিন্দা বলেছেন, ইসিএল-এর উচিত এর সঠিক ব্যবস্থা নেওয়া বা আমাদের স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। নাহলে যদি কিছু ঘটে, তাহলে সম্পূর্ণ দায়িত্ব তাদেরকে নিতে হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join