প্রীতি পোদ্দার, কলকাতা: ফের রাজ্যে সরকার এবং সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Holiday 2025) নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে অভিভাবক এবং পড়ুয়াদের মধ্যে। পুনরায় নাকি বাড়তে চলেছে গরমের ছুটির দিন। আসলে বিগত কয়েক বছর ধরে দেখা গিয়েছে স্কুলে গরমের ছুটি ঘোষণার পরেও পুনরায় ছুটি বাড়ানোর ঘটনা ঘটেছে অথবা স্কুল খোলার তারিখ পরিবর্তিত হয়েছে। তাই এবারেও তৈরি হয়েছে একই বিভ্রান্তি। কিন্তু আসল সত্যি প্রকাশ করল স্কুল শিক্ষা দফতর।
কবে খুলবে স্কুল?
এপ্রিলের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন বৈঠকে ঘোষণা করেছিলেন যে, ৩০ এপ্রিল থেকে রাজ্যের প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাবে। আসলে সেই সময় গরম বেশি থাকার কারণে পড়ুয়া এবং শিক্ষকদের কথা ভেবে তড়িঘড়ি গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে কত দিন পর্যন্ত স্কুলগুলিতে গরমের ছুটি থাকবে, তা জানাননি মুখ্যমন্ত্রী বা স্কুলশিক্ষা দফতর। সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষকেরা। তার পরেই স্কুলশিক্ষা দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং সেখানেই জানানো হয়, আগামী ২ জুন থেকে রাজ্যের সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলিতে ক্লাস শুরু হবে।
ছুটি প্রসঙ্গে ছড়াচ্ছে গুজব!
এদিকে বেশ কয়েকটি বেসরকারি মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় খবর রটেছে যে রাজ্য সরকার গরমের ছুটি আরও বাড়াতে চলেছে। কোনো কোনো ভিডিওতে এমনও বলতে শোনা গিয়েছে যে গরমের ছুটি আরও ৭ দিন ধার্য করা হয়েছে। অর্থাৎ ১৬ জুন গরমের ছুটি পড়তে চলেছে। যার ফলে অভিভাবক এবং পড়ুয়াদের মনে এক বিভ্রান্তিমূলক পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে আগামী ৩১ মে পর্যন্ত গরমের ছুটি থাকবে। ১ জুন রবিবার, স্কুল বন্ধ থাকায় আগামী ২ জুন, সোমবার থেকে স্কুল খুলতে চলেছে।
আরও পড়ুন: দিঘার জগন্নাথ মন্দির থেকে মুছতেই হবে ‘ধাম’? বড় পদক্ষেপ পুরীর পক্ষ থেকে
সরকারি স্কুলের ক্যালেন্ডার অনুযায়ী, স্কুলগুলিতে গরমের ছুটি পড়ার কথা ছিল ১২ মে। এবং সেই ছুটির পরে স্কুল খোলার কথা ছিল ২৩ মে। তবে সেই ছুটির সময়সীমা বর্ধিত করা হয়েছে। গতবারও সরকারি স্কুলগুলিতে ৯ মে থেকে ২০ মে পর্যন্ত গরমের ছুটি নির্ধারণ করা হলেও মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে ২১ এপ্রিলই ছুটি পড়ে যায়। ছুটির মেয়াদ শেষ হয় ২ জুন। অর্থাৎ প্রায় দু’মাস ছিল গরমের ছুটি। এ বছরও এক মাস গরমের ছুটির কথা ঘোষণা করল স্কুলশিক্ষা দফতর।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |