প্রীতি পোদ্দার, কলকাতা: এপ্রিলের শুরুতে রাজ্যে গরমের দাপট এতটাই প্রখর হয়ে উঠেছিল যে সকলেই অতিষ্ঠ হয়ে উঠেছিল। তখনই জল্পনা শুরু হয়েছিল, এবছরও কি নির্ধারিত সময়ের আগেই গরমের ছুটি (Summer Vacation 2025) ঘোষণা করা হবে কি না। শেষ পর্যন্ত পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ৩০ এপ্রিল থেকে রাজ্যের প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাবে।
নির্ধারিত সময়ের আগেই গরমের ছুটি!
শিক্ষা দফতরের পুরাতন সূচি অনুযায়ী জানা গিয়েছিল যে, এ বছর গরমের ছুটি ১২ মে থেকে শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলবে। অর্থাৎ, মাত্র ১১ দিন গরমের জন্য স্কুল বন্ধ থাকবে। কিন্তু যেহেতু এতটাই গরম বেশি ছিল, তাই সেই কারণে এই ১১ দিন কম পরে যাচ্ছিল। তাই পড়ুয়া এবং শিক্ষকদের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্নে সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান তিনি। তবে এই গরমের ছুটি কত দিন পর্যন্ত স্কুলগুলিতে থাকবে, সেই সম্পর্কে স্পষ্ট করে তখন কিছু জানাননি মুখ্যমন্ত্রী বা স্কুলশিক্ষা দফতর। কিন্তু এবার এই সেই ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন।
ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ নবান্নর
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে পড়ুয়াদের গরমের ছুটি প্রসঙ্গে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এবং সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, সমস্ত বিদ্যালয় আগামী ৩১ মে পর্যন্ত ছুটি থাকবে। এবং আগামী ২ জুন, সোমবার থেকে চালু হবে স্কুলগুলি। বিদ্যালয় কর্তৃপক্ষকে সেই অনুযায়ী যাবতীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও রয়েছে। সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি যে বাড়তে চলেছে বুধবার নবান্নের বৈঠক থেকে তার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বেসরকারি স্কুলগুলির কাছেও এই সময় স্কুল বন্ধ রাখার অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ সামান্য বিনিয়োগে ৩ বছরে সুদ পাবেন ১ লাখ, দারুণ অফার SBI-র রেকারিং ডিপোজিটে
এদিকে শিক্ষকদের একাংশের উদ্বেগ ছিল যে, অনির্দিষ্ট কাল স্কুল বন্ধ থাকলে পড়ুয়াদের পঠনপাঠনের ব্যাপক ক্ষতি হতে পারে। বিশেষত যাঁরা পরের বছর, ২০২৬ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টার সেপ্টেম্বরে হওয়ার কথা। কীভাবে কম সময়ে পড়ানো হবে সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষকেরা। তার পরেই স্কুলশিক্ষা দফতর জানান, আগামী ২ জুন থেকে রাজ্যের সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলিতে ক্লাস শুরু হবে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |