সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যজুড়ে দাবদাহ যেন জাঁকিয়ে বসেছে! হ্যাঁ, দিনের পর দিন পারদের মাত্রা বেড়েই চলেছে। এতে করে নাজেহাল হয়ে যাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পড়ুয়ারা। আর এই পরিস্থিত বিরাট সিদ্ধান্তের পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলে দু’দিনের অতিরিক্ত গরমের ছুটি (Summer Vacation) ঘোষণা করেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
কবে ছুটি এবং কবে স্কুল খুলবে?
জানা গেল, আগামী 13 জুন শুক্রবার এবং 14 জুন শনিবার রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তালা বন্ধ থাকবে। হ্যাঁ, 15 জুন রবিবার স্বাভাবিক ছুটি থাকায় পুনরায় 16 জুন অর্থাৎ, সোমবার থেকে স্কুল চালু হবে। তবে হ্যাঁ, এই ছুটির বাইরে থাকছে পার্বত্য এলাকার স্কুলগুলি, যেখানে তাপমাত্রা এখানকার তুলনাই কম।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক বিবৃতিতে জানিয়েছেন, গরমের প্রচন্ড দাপট এবং কিছু জেলায় প্রবল তাপ্রবাহের পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। আর সে কথাই মাথায় রেখে রাজ্যের শিক্ষা দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। এমনকি শুধু সরকার বা সরকার পোষিত স্কুল নয়, বরং বেসরকারি স্কুলগুলোতেও এই দুইদিন ছুটি রাখার আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ফের রেকর্ড স্পর্শ করল সোনার দাম, রুপো নিয়ে সুখবর! আজকের রেট
কী বলা হয়েছে বিবৃতিতে?
সরকারের নির্দেশিকায় বলা হয়েছে যে, 13/06/2025 এবং 14/06/2025 তারিখে রাজ্যের পার্বত্য অঞ্চল ছাড়া সমস্ত সরকার এবং সরকার পোষিত স্কুলগুলির কার্যক্রম স্থগিত থাকবে। এমনকি সংশ্লিষ্ট বোর্ড ও সংসদের কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আর এতে করে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে যে কিছুটা হলেও স্বস্তির হাওয়া বইছে, তা বলার অপেক্ষা রাখে না।