শ্বেতা মিত্র, কলকাতাঃ স্কুল পড়ুয়াদের জন্য বড় খবর। বৃহস্পতিবার ঘোষণা হয়ে গেল কবে থেকে বাংলায় স্কুলগুলিতে গরমের ছুটি পড়ছে। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই তিনি ঘোষণা করলেন কবে থেকে স্কুলে ছুটি পড়ছে সে ব্যাপারে। সবথেকে বড় কথা, এই বছর আরও এগিয়ে এল ছুটির দিনক্ষণ। অর্থাৎ মে মাস নয়, এপ্রিল থেকেই স্কুলগুলিতে গরমের ছুটি (Summer Vacation) পড়তে চলেছে। কবে থেকে স্কুলে ছুটি পড়বে নিশ্চয়ই ভাবছেন? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
কবে থেকে স্কুলে গরমের ছুটি পড়ছে?
কবে থেকে স্কুলে গরমের ছুটি পড়ছে? এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৩০ এপ্রিল থেকেই স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয়ে যাবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এমনিতে যে হারে গরম পড়ছে তাতে করে সকলের অবস্থা কাহিল। চৈত্রের গরমে রীতিমতো হিমশিম খাচ্ছেন সকলে। অন্যদিকে স্কুলে যেতে গিয়ে কাহিল হয়ে যাচ্ছে ছোট ছোট স্কুল পড়ুয়ারা। এহেন পরিস্থিতিতে এবছর কিছুটা ব্যতিক্রম হল সরকার।
১২ দিন এগিয়ে এল স্কুলের ছুটি
মে নয়, এপ্রিল মাস থেকেই গরমের ছুটির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানলে অবাক হবেন, এই বছর এক ধাক্কায় ১২ দিন এগিয়ে এল গরমের ছুটি। শিক্ষা দফতরের সূচি জানিয়েছিল, এ বছর গরমের ছুটি ১২ মে থেকে শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলবে। অর্থাৎ, মাত্র ১১ দিনের জন্য স্কুল বন্ধ থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গের মতো গ্রীষ্মপ্রধান রাজ্যে এত কম সময়ের ছুটি যথেষ্ট কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিক্ষকরা। যদিও আচমকা মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণায় চমকে গিয়েছেন সকলে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |