হু হু করে শুকিয়ে যাচ্ছে ম্যানগ্রোভ! ধ্বংসের মুখে সুন্দরবনের রক্ষাকর্তা

Published on:

sundarban mangrove forest

শ্বেতা মিত্র, কলকাতাঃ বিপদের মুখে সুন্দরবনের (Sundarbans) ম্যানগ্রোভ। ভ্রমণ প্রেমীদের কাছে সুন্দরবনের এক আলাদাই মাহাত্ম্য রয়েছে। যারা একটু অ্যাডভেঞ্চারপ্রেমী তারা সুন্দরবন যাবেনই যাবেন। সবথেকে বড় কথা এই সুন্দরবনের বুকেই রয়েছে বিশ্বের অন্যতম গভীর ম্যানগ্রোভ এই ম্যানগ্রোভ দেখতে সারা বছর দেশ বিদেশ থেকে বহু পর্যটক এর সমাগম সুন্দরবনে ঘটে। কিন্তু এবার এই ম্যানগ্রোভই নাকি বিপদের মুখে! হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনিও যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন এবং সুন্দরবন ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

সুন্দরবন নিয়ে প্রকাশ্যে খারাপ খবর

WhatsApp Community Join Now

সম্প্রতি সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য নিয়ে এমন একটি তথ্য প্রকাশ্যে উঠে এসেছে যে যা শুনলে আপনিও চমকে উঠবেন। ম্যানগ্রোভ অরণ্যে যে গাছগুলি রয়েছে সেগুলি নাকি ক্ষতির মুখে পড়ছে। অন্তত স্থানীয়রা এমনটাই বিস্ফোরক দাবি করেছেন। বিগত কিছু সময় তাদের চোখের সামনে কিংবা চোখের আড়ালে এমন কিছু ঘটনা ঘটছে যা তারা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। কেন ম্যানগ্রোভ অরণ্যের ক্ষতি হয়ে যাচ্ছে সেই নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন স্থানীয়রা এখন আপনিও কি জানতে ইচ্ছুক যে স্থানীয়রা কী জানিয়েছেন?

একদিকে যখন সুন্দরবনের ম্যানগ্রোভকে বাঁচাতে একের পর এক পরিকল্পনা করা হচ্ছে প্রশাসনের তরফে তখন অন্যদিকে একের পর এক গাছ ক্ষতির মুখে পড়ছে। রীতিমতো মৃত্যু হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের! স্থানীয়দের দাবি, রাতে ম্যানগ্রোভ গাছে এক ধরণের পোকা বসছে। আর সেটাই হয়েছেন কাল। এই পোকাগুলি ক্ষতি করছে এই গাছগুলির। এরকম চলতে থাকলে একটা সময় জঙ্গলে ম্যানগ্রোভ গাছ অনেকটাই কমে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন।

sundarbans mangrove project

আর থাকবে না সুন্দরবনের ম্যানগ্রোভ?

স্বাভাবিকভাবেই এহেন ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি সুন্দরবনের ম্যানগ্রোভ ধ্বংস হয়ে যাবে? সুন্দরবনের নদীর ধারে একাধিক ম্যানগ্রোভ গাছের পাতা-সহ ডাল শুকিয়ে যাচ্ছে। ওই পোকাগুলির জন্যই যা হওয়ার হচ্ছে বলে দাবি। এদিকে বিষয়টি বনদফতরের কাছে জানানো হলো তারা কোনোরকম পদক্ষেপ নেননি বলে অভিযোগ স্থানীয়দের। সুন্দরবনের গোসোবার বিদ্যাধরী নদীর জঙ্গলে একাধিক এই ম্যানগ্রোভ গাছ শুকিয়ে যাচ্ছে। শুধু পোকাই নয়, কিছু অসাধু ব্যবসায়ীও ম্যানগ্রোভ অরণ্যের বহু গাছ কেটে নিয়ে চলে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে সাধারণ মানুষের তরফে।

সঙ্গে থাকুন ➥
X