আরজি কর মামলায় বড় নির্দেশ! তিলোত্তমার বাবা-মায়ের আবেদনে মান্যতা সুপ্রিম কোর্টের

Published on:

RG Kar Case

প্রীতি পোদ্দার, কলকাতা: আরজি কর মামলায় (RG Kar Case) উঠে এল এক নয়া মোড়। এবার আরজি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের মা-বাবার আবেদনকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। এখন থেকে কলকাতা হাইকোর্ট শুনতে পারবে আরজি কর মামলা। আজ অর্থাৎ সোমবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিল যে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই মামলা শুনতে পারবে। আর এই মামলা শোনার দায়িত্ব অর্পিত হল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এর বেঞ্চে। জানা গিয়েছে আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পিটিশন ফাইলে সম্মতি সুপ্রিম কোর্টের!

প্রথম থেকেই আরজি কর মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তদন্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিলোত্তমার বাবা-মা। তদন্তের গতিপ্রকৃতি নিয়েও প্রশ্ন তুলে নিম্ন আদালতে আগেই অসন্তোষ প্রকাশ করে তিলোত্তমার বাবা-মা। নতুন করে যাতে তদন্ত শুরু করা যায়, সেই নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান তিলোত্তমার বাবা। এবং বিচারপতি সঞ্জীব খান্নার পরামর্শ মত নয়া আবেদনে গত ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্টে তিলোত্তমার বাবা একটি পিটিশন ফাইল করেন। সোমবার সুপ্রিম কোর্টে সেই নতুন পিটিশন ফাইলটি তুলে ধরেন আইনজীবী করুণা নন্দী। সেখানে বলা হয়, এই পিটিশনের ভিত্তিতে শুনানি যাতে কলকাতা হাইকোর্টে হয়, সে বিষয়ে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। শেষ পর্যন্ত এদিন সুপ্রিম কোর্ট কার্যত সেই আবেদনটিকেই মান্যতা দিয়েছে।

আগের পিটিশন বাতিল সুপ্রিম কোর্টের

এর আগে তিলোত্তমার বাবা মা আরজি কর কাণ্ডে নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু করার আবেদন জানান, কিন্তু সেই সময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সেই আবেদন খারিজ করেন। এবং স্পষ্ট করে জানিয়ে দেন যে, এই পর্যায়ে যদি আবারও নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়, তাহলে যিনি ইতিমধ্যেই অভিযুক্ত অর্থাৎ সঞ্জয় রায় সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও, তিলোত্তমার পরিবার অভিযোগ করেছিল যে CBI এর চার্জশিটে একজনের নামই উল্লেখ করা হয়েছে, বাকি আরও অনেকর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাঁদেরকেও সংযুক্ত করা উচিত। কিন্তু প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল যে নতুন করে তদন্ত প্রক্রিয়া যদি শুরু হয় তাহলে সঞ্জয় রায় সুবিধা পেয়ে যাবেন। তাই, তাতে মান্যতা দেওয়া হয়নি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ সোনার দামে বিরাট পতন, সুখবর দিল রুপোর দরও! দেখে নিন আজকের রেট

পরবর্তী শুনানির দিন ধার্য করা হল

তবে এবার কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে তদন্তে অসন্তোষ জানিয়ে যে নতুন করে পিটিশনটি ফাইল হয়েছিল এই মামলারই শুনানিকী ঘিরে, সেটাতে সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট। তবে হাইকোর্টে আরজি কর কাণ্ডের একটি নতুন পিটিশনের মামলার শুনানি বে এই নয় যে, সুপ্রিম কোর্ট থেকে এই মামলা সরে গেল। আগামী ১৩ মে যে সপ্তাহ শুরু হচ্ছে, তখন এই মামলা আবারও তালিকাভুক্ত হবে। উঠে আসবে আরও নানা বিস্ফোরক তথ্য।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্য Join Group
চাকরির খবরের জন্য Join Hood Jobs
রাশিফলের জন্য Join Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group