প্রীতি পোদ্দার, কলকাতা: গত বছর ২২ মে কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি রাজ্যের সব OBC সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল। যার ফলে রীতিমত রাজ্যে এক ভয়ংকর পরিস্থিতির তৈরি হয়েছে। হাই কোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট মূল্যহীন হয়ে যায়। যার ফলে উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা (OBC Certificate Case) করে রাজ্য। পাশাপাশি হাই কোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরও।
OBC শংসাপত্র সংক্রান্ত মামলার ভবিষ্যৎ অনিশ্চিত
মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকলেও একের পর এক শুনানির দিন পিছিয়ে যাচ্ছে। যার জেরে ব্যাপক সমস্যায় পড়ছে ম্যামলাকারীরা। গত ৬ জানুয়ারি OBC শংসাপত্রের বিষয়ে দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত ৩১ জানুয়ারি ওই মামলায় বিচারপতি বিআর গবই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চ জানায়, ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাই কোর্ট যে রায় দিয়েছে, তাতে হস্তক্ষেপ করা হবে না। যার দরুন OBC শংসাপত্র সংক্রান্ত মামলা রাজ্যের আবেদনের মূল মামলার ভবিষ্যৎ কি হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেকের মনে।
এদিকে এখনও OBC সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন থাকার কারণে রাজ্যের কয়েক লক্ষ তরুণ তরুণীর চাকরি আটকে রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যারা ওবিসিতে আছেন, তাদের একটু কষ্ট হচ্ছে। কোর্টের একটা রায়ে সব আটকে গেছে। মনে রাখবেন, আমরা কিন্তু থেমে নেই। সুপ্রিম কোর্টে আমরা বড় বড় আইনজীবী দিচ্ছি। কারণ, যতক্ষণ এগুলো না হচ্ছে আমি চাকরি দিতে পারছি না।” এদিকে গত ডিসেম্বরে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল জানান, রঙ্গনাথ কমিশন মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল। যার প্রেক্ষিতে শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, ২০২৫ সালের জানুয়ারি মাসে মামলার পরবর্তী শুনানি হবে। এর পর জানুয়ারিতেও মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল শীর্ষ আদালতে।
আরও পড়ুনঃ ভিড় সামলাতে বড় সিদ্ধান্ত পূর্ব রেলের, শিয়ালদায় জারি একগুচ্ছ নির্দেশিকা! জেনে নিন
পিছিয়ে দেওয়া হল শুনানির দিন
এদিকে আজ অর্থাৎ মঙ্গলবার সুপ্রিম কোর্টে OBC শংসাপত্র বাতিলের মামলার শুনানির ওঠার কথা ছিল। কিন্তু গতকাল অতিরিক্ত তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে আজ সেই মামলা উঠবেনা সুপ্রিম কোর্টে। অর্থাৎ সুপ্রিম কোর্টের ‘শুনানি তালিকা’ থেকে বাদ দেওয়া হল রাজ্যের ১২ লক্ষ OBC বা অন্যান্য অনগ্রসর সম্প্রদায় শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা। মামলার শুনানি এইভাবে পিছিয়ে দেওয়ার কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে সূত্রের খবর, আগামী মাসে অর্থাৎ মার্চ মাসে মামলার শুনানি হতে পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |