সৌভিক মুখার্জী, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Case) বিরাট সিদ্ধান্তের পথে হাঁটল দেশের সর্বোচ্চ আদালত। সম্প্রতি 26 হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনা করার আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। তবে আদালত আজ সাফ জানিয়ে দিল, কোনোভাবেই চাকরি ফিরছে না। খারিজ হয়ে গেল রাজ্য সরকার ও চাকরি হারাদের সমস্ত রিভিউ পিটিশন।
কী বলেছে সুপ্রিম কোর্ট?
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে শুক্রবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। শুনানিতে বিচারতিরা স্পষ্ট জানিয়ে দিল যে, 2016 সালের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ দুর্নীতিগ্রস্থ, প্রকৃত ওএমআর শিট মিলছে না। পাশাপাশি সিবিআই তদন্ত এবং বাক কমিটির রিপোর্টে স্পষ্ট দুর্নীতির অভিযোগ মিলেছে।
প্রসঙ্গত জানিয়ে রাখি, গত 3 এপ্রিল সুপ্রিম কোর্ট এসএসসির প্রায় 25 হাজার 735 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করেছিল। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছিল যে, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। একই সঙ্গে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন, তাদের সরকারি বেতনও ফেরত দিতে হবে।
আরও পড়ুনঃ কর্মী পিছু মিলবে ৩০০০ টাকা! বেসরকারি কোম্পানিগুলির জন্য দারুণ অফার EPFO-র
তবে আজকের এই রায় রাজ্য সরকারের জন্য বিরাট ধাক্কা। কারণ একদিকে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি হারাতে হতাশা বেড়েছে, অন্যদিকে আবার সরকারকে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার পথে হাঁটতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী এবার কমিশনকে স্বচ্ছভাবে কর্মী নিয়োগ করতে হবে। দেখার এখন কী হয়…!
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |