মাত্র এটুকু! নির্ধারিত হল সুপ্রিম কোর্টে DA মামলার সময়, এত কম টাইমে রায় ঘোষণা সম্ভব?

Published:

Supreme Court judges to complete hearing of DA case in 55 minutes
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাতে সময় মাত্র 55 মিনিট! আর এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই শেষ করতে হবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA সংক্রান্ত বহু প্রতীক্ষিত মামলার শুনানি। হ্যাঁ! সম্প্রতি এমন খবরই উঠে আসছে নানা মহল থেকে। শোনা যাচ্ছে, আগামী 14 মে, বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) অনুষ্ঠিত হতে যাওয়া DA মামলার শুনানির জন্য মাত্র 55 মিনিটই সময় পাবেন বিচারপতিরা! এই খবর কি আদৌ সত্যি? জেনে নিন বিস্তারিত।

মামলার বেঞ্চ পরিবর্তন

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, রাজ্যের অসংখ্য সরকারি কর্মীদের প্রাপ্য DA সংক্রান্ত বহু অপেক্ষিত মামলার বেঞ্চে পরিবর্তন আনা হয়েছে। জানা যাচ্ছে, বর্তমানে মামলাটি বিচারপতির সঞ্জয় ক্যারল ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে তালিকাভুক্ত। ইতিপূর্বে, একই ধরনের ঘটনার সাক্ষী হয়েছিলেন কর্মীরা। মাঝে একবার মামলাটি 3 বিচারপতির বেঞ্চে পৌঁছলেও তা আবারও পুনরায় আগের বেঞ্চে ফিরে আসে।

55 মিনিটের মধ্যেই শেষ করতে হবে শুনানি!

বেশ কয়েকটি সূত্র জানাচ্ছে, রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত বহু প্রতীক্ষিত মামলার যে শুনানি আগামী 14 মে দুপুর দুটো থেকে হতে চলেছে, তা খুব বেশি হলে 55 মিনিট চলতে পারে।

হ্যাঁ, রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে জানানো হয়েছে, এদিন DA মামলার শুনানির জন্য সর্ব সাকুল্যে 55 মিনিট সময় থাকতে পারে।

কারণ হিসেবে জানানো হয়, বিচারপতি সঞ্জয় ক্যারল বুধবার দুপুর 3টে থেকে একটি ভিন্ন মামলার বেঞ্চে শুনানিতে বসবেন। আর সেই কারণেই 2 টো বেজে 55 মিনিটে DA মামলার শুনানি শেষ করতে হবে তাঁকে!

যদিও অনেকেই মনে করছেন, মামলার নিষ্পত্তির জন্য এই নির্ধারিত 55 মিনিটই যথেষ্ট। গোটা শুনানি পর্ব শেষ হতে খুব বেশি হলে 20 থেকে 30 মিনিট সময় লাগার কথা।

অবশ্যই পড়ুন: পাকিস্তানকে খতম করতে ভারতের কাছে সাহায্য চাইল BLF, স্বাধীন হওয়ার পথে বালুচিস্তান

প্রসঙ্গত, দীর্ঘদিন ন্যায্য DA বা মহার্ঘ ভাতার দাবিতে রাজ্যের সরকারি কর্মীরা বিভিন্ন আন্দোলনে পা বাড়িয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও মেলেনি সুরাহা। সুপ্রিম কোর্টে বারংবার দীর্ঘায়িত হয়েছে DA মামলার শুনানি। তবে আগামী বুধবার শুনানির দিন ঠিক হওয়ায়, পশ্চিমবঙ্গের বহু সরকারি কর্মী ন্যায্য বিচারের অপেক্ষায় দিন গুনছেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join