SSC-কে ফের দাগিদের তালিকা প্রকাশ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

Published:

Supreme Court on SSC
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব হয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court on SSC)। দাগি অযোগ্যতার তালিকা প্রকাশ নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করল দেশের সর্বোচ্চ আদালত। আদালত মনে করছে, প্রকাশিত দাগিদের তালিকাটি স্পষ্ট নয়। তাই কমিশনকে আবার নতুন করে বিস্তারিত তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। তবে আদালত এসএসসি’কে এও জানিয়েছে, যে পরীক্ষার ফল নির্ধারিত সময়ে প্রকাশ করতে কোনওরকম বাধা নেই।

কী বলল সুপ্রিম কোর্ট?

আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, বুধবার বিচারপতি সঞ্জয় কুমার এবং এন.ভি. অঞ্জরিয়ার বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। আদালত জানিয়েছে, এসএসসি যে দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে, সেখানে কিছু গরমিল রয়েছে। বিষয়ভিত্তিক ও সংরক্ষণভিত্তিক তথ্য ওখানে স্পষ্টভাবে উল্লেখ নেই। বিচারপতি সঞ্জয় কুমার বলেছেন, তালিকাটি আরও বিস্তারিতভাবেই প্রকাশ করতে হবে। কে কোন বিষয়ে এবং কোন ক্যাটাগরিতে অযোগ্য, তা পরিষ্কার বোঝা যাচ্ছে না। তাই এই অস্পষ্টতা দূর করতে নতুন তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে।

উল্লেখ্য, এসএসসি’র তরফ থেকে আদালতে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁরা আদালতকে জানিয়েছে, আমরা ইতিমধ্যেই সমস্ত দাগি অযোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছি। কাউকেই বাদ রাখিনি। কিন্তু আদালত তাদের বক্তব্যে মত প্রকাশ করেনি। বিচারপতি বলেছেন, কোনও গোপনীয়তা রাখা যাবে না। পরিষ্কারভাবে নাম এবং বিবরণ প্রকাশ করতে হবে। নাহলে পরে কেউ না কেউ এ বিষয়ে আবারও আদালতের দ্বারস্থ হবে।

সমস্যা কী নিয়ে?

জানিয়ে রাখি, গত আগস্ট মাসে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। আর সেখানে মোট ১৮০৬ জনের নাম ছিল। আর তাদের মধ্যে যারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন, তাদের অ্যাডমিট কার্ডও পরে বাতিল করে দেওয়া হয়। কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যে, দাগিরা কোনওভাবেই পরীক্ষায় বসতে পারবে না। সেই নির্দেশ মেনেই এসএসসি’র পরীক্ষা আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ ‘সংবিধানের উপর আক্রমণ!’ জুতো ছোঁড়া কাণ্ডে মুখ খুললেন CJI গাভাইয়ের ৮৪ বছরের মা

তবে আজ শেষমেষ এসএসসি সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে, তারা আদালতের নির্দেশ মেনে আবার নতুন তালিকা প্রকাশ করবে। এমনকি কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ হতে চলেছে। তবে আদালত জানিয়েছে, ফল প্রকাশে কোনওরকম বাধা নেই। কিন্তু দাগিদের তালিকা পরিষ্কারভাবেই প্রকাশ করতে হবে। মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা আগামী ২৪ নভেম্বর।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join