পার্থ সারথি মান্না, কলকাতাঃ রাজ্যের শিক্ষক দুর্নীতি মামলায় প্রায় আড়াই বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। একাধিক বার জামিনের চেষ্টা করলেও এপর্যন্ত সাফল্য আসেনি। আর এবার সুপ্রিম কোর্টে জামিনের আর্জি জানিয়ে বড়সড় ঝটকা খেলেন পার্থ চট্টোপাধ্যায়। জামিনের আবেদন খারিজের পাশাপাশি বিচারপতির মন্তব্য রীতিমত শোরগোল ফেলে দিয়েছে।
সুপ্রিম কোর্টে পার্থকে ‘দুর্নীতিবাজ’ বললেন বিচারপতি
এদিন শিক্ষক দুর্নীতির মামলায় জামিনের আবেদন প্রসঙ্গে বিচারপতি সূর্যকান্ত সরাসরি ‘দুর্নীতিবাজ’ বলেই উল্লেখ করেন পার্থ চট্টোপাধ্যায়কে। শুধু তাই নয়, এমন দুর্নীতিবাজদের জামিন দিলে সমাজে যে প্রভাব পড়বে সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বলার অপেক্ষা রাখে না জামিনের কোনো শুনানি হয়নি এদিনেও।
বাকিরা জামিন পেলেও বঞ্চিত পার্থ চট্টোপাধ্যায়
সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান, দরকার পড়লে জামিন পাওয়ার পর পার্থবাবু পশ্চিমবঙ্গের বাইরে থাকবেন। কিন্তু আড়াই বছর ধরে একটা মানুষকে জেলবন্দি করে রাখা কি ধরণের রসিকতা? আইনজীবীর এই মন্তব্যে বিচারপতি জানান, সবাই শিক্ষা মন্ত্রী নন, আপনার মক্কেলের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। উনি একজন দুর্নীতিবাজ। এই ধরণের দুর্নীতিবাজকে যদি জামিনে মুক্তি দেয়া হয় তাহলে সমাজে কি প্রভাব পড়বে সেটাও বিবেচনা করতে হবে। তাছাড়া ওনার পরিচিত ও ঘনিষ্ঠের বাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়েছে। তাই জামিন দিলে তদন্তের ক্ষতি হতে পারে।’
বিচারপতির ভর্ৎসনা
এদিন আইজীবীকে আরও শুনিয়ে বিচারপতি জানান, ‘একজন মন্ত্রী হওয়ার পরেও একাধিক লাভজনক সংস্থায় যুক্ত ছিলেন। তাছাড়া তাঁর ও অর্পিতা মুখোপাধ্যায়ের যৌথ মালিকানা থাকা সংস্থার নামে একাধিক সম্পত্তি কেনা হয়েছে। এমনকি ভুয়ো সংস্থা খুলে তাতে ভুয়ো নিয়োগ হয়েছে। একজন মন্ত্রী হওয়ায় তিনি ভালো করেই জানতেন যে এসবের বিরুদ্ধে কেউ তদন্তের নির্দেশ দেবে না। আর নিজের বিরুদ্ধে তো তিনি তদন্তের নির্দেশ দেবেনই না। তবে সিবিআই এর তদন্তে সব তথ্য আদালতের সামনে এসে গিয়েছে।’
প্রসঙ্গত, ২০২২ সালে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি ফ্লাট থেকে নগদ ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। তারপরেই দুজনকেই গ্রেফতার করা হয়ে। ইতিমধ্যেই অর্পিতা জামিন পেয়েছেন তবে মূল অভিযুক্ত হিসাবে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হয়নি। বুধবার মামলার শুনানি হলেও জামিনের রায়ে স্থগিতাদেশ জারি রয়েছে বলেই জানা যাচ্ছে।