আরও করতে হবে অপেক্ষা, সুপ্রিম কোর্টে ফের পিছল DA মামলা! কবে পরবর্তী শুনানি?

Published on:

Supreme Court West Bengal DA update

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে (DA Case)। কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় হারে DA দেওয়ার রায় দিলেও সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছে। আর এরই মধ্যে কেটে গিয়েছে আরও প্রায় তিনটে বছর। কিন্তু মামলার শুনানি হয়নি। আর আজ এই মামলার শুনানি ছিল। ওদিকে সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী শুনানি ধার্য করেছে এপ্রিল মাসে। অন্যদিকে রাজ্য সরকার ইতিমধ্যেই ৪% ডিএ বাড়িয়েছে, যা আগামী ১লা এপ্রিল, ২০২৫ থেকে কার্যকর করা হবে। ফলে কেন্দ্র এবং রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ ফারাক আগের থেকে কিছুটা হলেও কমেছে।

সুপ্রিম কোর্টের শুনানি আবারও পিছিয়ে গেল

আজ অর্থাৎ, মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আগের মতো সেই মামলা আবারও পিছিয়ে গেল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এপ্রিল মাসে বিচারপতি মনোজ মিশ্র এবং সঞ্জয় করোলের বেঞ্চে এই মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টের বেঞ্চ রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে প্রশ্ন করেছে যে, রাজ্যের আবেদন কেন গ্রহণযোগ্য হবে এবং এই আবেদন কেন খারিজ করা হবে না? আর এই বিষয়গুলির বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে রাজ্য সরকারকেই। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন, এই মামলার শুনানির জন্য নির্দিষ্ট তারিখ ধার্য করতে হবে এবং অগ্রাধিকারের ভিত্তিতে তালিকার শুরুতে রাখতে হবে। 

রাজ্যের ৪% ডিএ বৃদ্ধিতে কর্মচারীরা কী সুবিধা পাবেন?

রাজ্য সরকার ইতিমধ্যেই বাজেটে ৪% মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেছে। মঙ্গলবার নবান্নের এক সূত্র মারফত জানা গিয়েছে, ১লা এপ্রিল থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে। এদিকে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৫৩%। সেই তুলনায় রাজ্যের কর্মচারীরা কেন্দ্রের তুলনায় ৩৯% কম ডিএ পাচ্ছে, তবে নতুন ৪% ডিএ কার্যকর হলে সেই ফারাক ৩৫%-এ দাঁড়াবে।

কারা কত হারে ডিএ পাবেন?

যেমনটা জানা যাচ্ছে, পঞ্চম পে কমিশনের বেতন কাঠামোতে থাকা কর্মচারীদের ১৬১% ডিএ বাড়িয়ে ১৭১% করা হয়েছে। এদিকে যেসব পেনশনভোগীরা এখনো রোপা ২০০৯ অনুযায়ী পেনশন পাচ্ছেন, তাদেরও ১৭১% ধারে ডিএ প্রদান করা হবে। এর পাশাপাশি দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের ২২ টাকা পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সুত্রে জানা গিয়েছে, এই সিদ্ধান্তে লক্ষাধিক সরকারি কর্মচারী উপকৃত হবে। 

তবে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এখন সকলের নজর এপ্রিল মাসের ডিএ মামলার শুনানির দিকে। রাজ্য সরকারি কর্মচারীদের আশা সুপ্রিম কোর্টে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব দ্রুতই আসবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥