স্বাস্থ্যসাথীতে ৩ বছরে বেসরকারি হাসপাতালে কত রোগীর চিকিৎসা? তথ্য চাইল কমিশন

Published on:

Swasthya Sathi

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য সরকার সকল রাজ্যবাসীর জন্য একের পর এক জনহিতকর প্রকল্প চালু করে চলেছে। পড়ুয়াদের জন্য যেমন কন্যাশ্রী, সবুজ সাথী, বেকারদের জন্য ভাতা এবং ২৫ বছরের উর্ধ্বে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রদান করা হয়, ঠিক তেমনই গরিবদের চিকিৎসার জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প (Swasthya Sathi) চালু করা হয়েছিল। গত কয়েকবছরে বাংলার বহু মানুষ এই প্রকল্পের মাধ্যমে বেশ উপকৃত হয়েছেন। তবে এই প্রকল্পের বিরুদ্ধে বহু গুরুতর অভিযোগও উঠে এসেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠক

সরকারি হাসপাতালগুলোর তুলনায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বেসরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসা করানো হলে, কতটা খরচ প্রকল্পের আওতায় আসবে, তা নিয়ে জলঘোলা পরিস্থিতি দেখা যায়। এইসময় কয়েকটি বেসরকারি হাসপাতালগুলি সুযোগ বুঝে রোগীদের থেকে বেশি টাকা আদায় করে নেয়। তাই সেই সমস্ত অযাচিত কাজ বন্ধ করতে এবার ময়দানে নামল রাজ্যের স্বাস্থ্য কমিশন। আর এই আবহে গতকাল অর্থাৎ সোমবার রাজ্যের ৪৭ টি বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে স্বাস্থ্য কমিশন। আর সেখানেই নতুন নির্দেশ দিল স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়।

পারফরমেন্সের ভিত্তিতে পুরস্কার প্রদান

এদিনের বৈঠকে স্বাস্থ্য কমিশনের তরফে জানতে চাওয়া হয়েছে, গত তিন বছরে বেসরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্য সাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে কতজন চিকিৎসার অন্তর্ভুক্ত হয়েছে? পাশাপাশি মোট শয্যা সংখ্যার নিরিখে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে কতজন পরিষেবা পেয়েছেন তা জানতে চাইল স্বাস্থ্য কমিশন। এর আগে স্বাস্থ্য কমিশন হাসপাতালগুলিকে মোট শয্যা সংখ্যার কমপক্ষে ১০ শতাংশ বরাদ্দ করার পরামর্শ দিয়েছিল। তাই এবার সেই পরামর্শের ভিত্তিতে স্বাস্থ্যসাথী ও হেলথ স্কিমে কতটা পরিষেবা দেওয়া হয়েছে সেই তথ্যই এবার চাইল কমিশন। উল্লেখযোগ্য বিষয় হল সেই সাফল্যের ভিত্তিতে এবার প্রদান করা হবে পুরস্কার।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ DA বৃদ্ধির ঘোষণায় কেন এত দেরি করছে কেন্দ্র? সামনে এল আসল কারণ

সূত্রের খবর, সম্প্রতি কমিশনের তরফে ঠিক হয়েছে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে পারফর্মাদের কাজের উৎসাহ দিতে এবার পুরস্কৃত করা হবে। অর্থাৎ স্বাস্থ্যসাথীতে গত তিন বছরে যে বেসরকারি হাসপাতাল সবথেকে বেশি পরিষেবা দিয়েছে তাঁদের পুরস্কৃত করবে কমিশন। জানা গিয়েছে মোট শয্যা সংখ্যার কমপক্ষে ১০ শতাংশ বরাদ্দ করার নিরিখেই স্বাস্থ্যসাথী ও হেলথ স্কিমে কতটা পরিষেবা দেওয়া হয়েছে সেই তথ্যের ভিত্তিতেই পারফর্মারদের পুরষ্কৃত করবে সরকার।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group