শিয়ালদহ, হাওড়া স্টেশনের ছবি বা ভিডিও করলে হতে পারে জেল! বিরাট নিয়ম রেলের

Published on:

Sealdah Station

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের গন্তব্য দেশের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদহে (Sealdah Station)। কেউ যাচ্ছেন অফিসে, আবার কেউ ফিরছেন বাড়ি। আবার কেউ ইউটিউবার বা ব্লগার হিসেবে ক্যামেরা হাতে ঘুরে বেড়াচ্ছেন শিয়ালদহ চত্বরে। আর এই মুহূর্তে আপনি স্টেশনে দাঁড়িয়ে যদি ছবি বা ভিডিও করেন, তাহলে সাবধান। কারণ নতুন নিয়মে পড়তে পারেন বিপাকে।

ভিডিও বা ছবি তুলতে হলে লাগবে অনুমতি

শিয়ালদহ স্টেশন চত্বরে এবার থেকে আর নিজের ইচ্ছামত ছবি বা ভিডিও তোলা যাবে না। হ্যাঁ, স্টেশন কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, অগ্রিম অনুমতি ছাড়া কোনও ছবি বা ভিডিও তুললে তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক গুরুতর ও নিরাপত্তাজনিত ঘটনার অভিযোগে। সম্প্রতি এই নিয়ে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। জানা যাচ্ছে, শিয়ালদহ স্টেশনে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেফতার হয়েছেন এক ইউটিউবার।

কে সেই ইউটিউবার?

বেশ কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, হরিয়ানার বাসিন্দা ইউটিউবার জ্যোতি মালহোত্রা। তিনি নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভারতের বিভিন্ন শহরে ঘোরাঘুরি করে ভিডিও বানাতেন। সেই সূত্র ধরে সম্প্রতি শিয়ালদহ স্টেশনে ভিডিও বানাতে এসেছিলেন তিনি। আশেপাশের অলি গলি থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের ভিডিও করেছিলেন তিনি।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

তবে এই ভিডিও আপলোড হওয়ার পর তদন্তে নামে হরিয়ানার পুলিশ। এমনকি তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-র হয়ে কাজ করতেন। আর তিনি ভারতের বিভিন্ন গুপ্ত এলাকার ভিডিও পাঠাতেন দেশে।

আরও পড়ুনঃ রাজ্যের মুকুটে নয়া পালক! জগন্নাথ মন্দিরের পর এবার মন্দারমণিতে স্পোর্টস মিউজিয়াম

ঘটনার পরেই নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ

এই ঘটনা ছড়িয়ে পড়তেই স্টেশনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে ভারতীয় রেল কর্তৃপক্ষ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে শিয়ালদহ স্টেশনের ছবি বা ভিডিও তোলার আগে মুখ্য জনসংযোগ আধিকারিকের কাছ থেকে আগে অনুমতি নিতে হবে।

এ বিষয়ে শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, স্টেশন বা স্টেশন চত্বরে ছবি কিংবা ভিডিও করতে গেলে অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে। আর অনুমতি ছাড়া যদি কেউ এই কাজ করে, তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোনোরকম ছাড় দেওয়া হবে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥