হবে ২৫,০০০ কর্মসংস্থান! নিউ টাউনে ২০ একর জমির উপর বিরাট ক্যাম্পাস গড়ছে TCS

Published on:

TCS Campus

সৌভিক মুখার্জী, কলকাতা: “বাংলা মানেই ব্যবসা!” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা আবারও বাস্তবে প্রমাণিত হতে চলেছে। হ্যাঁ, দেশের অন্যতম বৃহৎ আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস বা TCS এবার কলকাতার নিউটাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতেই বিরাট ক্যাম্পাস (TCS Campus) তৈরি করতে চলেছে। জানা গিয়েছে, 20 একর জমির উপর গড়ে ওঠা এই অত্যাধুনিক প্রকল্পে বাংলায় তৈরি হবে 25,000 কর্মসংস্থান।

দুই ধাপে গড়ে উঠবে 40 লক্ষ বর্গফুটের ক্যাম্পাস

উল্লেখ্য, নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি ইতিমধ্যেই প্রথম পর্যায়ের জন্য অনুমোদন দিয়েছে। আর প্রথম ধাপে 9 লক্ষ বর্গফুটের একটি অবকাঠামো তৈরি করা হবে, যেখানে একটি 11 তলার অফিস টাওয়ার থাকবে। এখানে প্রাথমিকভাবে 5000 জন কর্মসংস্থানের সুযোগ পাবে।

পাশাপাশি দ্বিতীয় ধাপে আরও 15 লক্ষ বর্গফুট নির্মাণ করা হবে। আর এই পর্যায়ে মোট 20,000 কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। সব মিলিয়ে সম্পূর্ণ প্রকল্প শেষ হলে বাংলায় 25,000 কর্মসংস্থান সরাসরি হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

বড়সড় বার্তা মমতার

সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের 26 হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে। আর এ নিয়ে রাজ্যজুড়ে ক্ষোভ ও অনিশ্চয়তা। যদিও এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে, তবুও তা নিয়ে চলছে তীব্র সমালোচনা।

আর ঠিক এই সময় টিসিএস ক্যাম্পাসের ঘোষণাকে মুখ্যমন্ত্রী আশার আলো হিসেবেই দেখছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, যারা প্রতিনিয়ত বাংলাকে ছোট করার চেষ্টা করছে, তাদের জন্য এই প্রকল্পই বাস্তব জবাব হবে। বাংলা ভবিষ্যতে বিনিয়োগ, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মূল কেন্দ্র হয়ে দাঁড়াবে।

আরও পড়ুনঃ হেলমেট ছাড়া আর মিলবে না পেট্রোল! ১ সেপ্টেম্বর থেকেই চালু কড়া নিয়ম

প্রসঙ্গত, টিসিএস শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, বরং দেশের একাধিক শহরেই সম্প্রসারণ করছে। ইতিমধ্যে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোচি, কোয়েম্বাটুর, বিশাখাপত্তনামের মতো শহরে তাদের নতুন প্রকল্পের কাজ চলছে। আর এবার বেঙ্গল সিলিকন ভ্যালি অর্থাৎ নিউটনের এই প্রকল্প যুক্ত হলে জাতীয় স্তরে টিসিএস-এর দাপট আরো বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥