সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরি বাতিল হলেও তারা স্কুলে ফিরবেন না। তাদের এখন একটাই দাবি, যোগ্য-অযোগ্যদের তালিকা। আর এই দাবির হাত ধরেই সোমবার সকাল থেকে এসএসসির কার্যালয়ের (SSC Scam) সামনে ধরনায় বসতে চলেছেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকার ঐক্যমঞ্চ। হ্যাঁ, শিক্ষাকতা থেকে বাদ পড়া হাজার হাজার চাকরিহারারা এখন অপেক্ষা করছে, স্বচ্ছ তালিকার জন্য।
চাকরি ফিরলেও নেই নিশ্চয়তা
সুপ্রিম কোর্টের তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে, যারা অযোগ্য বলে সরাসরি চিহ্নিত হয়নি, তারা চাইলে স্কুলে গিয়ে পড়াতে পারেন। আর সেই নির্দেশকে মেনে নিয়ে কিছু শিক্ষক স্কুলে যোগ দিয়েছেন। কিন্তু তাঁদের মধ্যে একটি বড় অংশ এখনো স্কুলে ফিরতে নারাজ। কারণ, তারা চান এসএসসির তরফ থেকে কারা যোগ্য নন এবং কারা যোগ্য তার তালিকা প্রকাশ করুক।
স্কুলের শিক্ষকের অভাবে ক্লাস চলছে বিকল্প ব্যবস্থায়
প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের কারণে বহু স্কুল এখন শিক্ষক সংকটে ভুগছে। কোথাও পাঁচজন, কোথাও আটজন শিক্ষক একসাথে ছাঁটাই হয়ে গিয়েছে। ফলে এত শিক্ষকের অনুপস্থিতি শিক্ষা ব্যবস্থার উপর বিরাট চাপ সৃষ্টি করেছে। সূত্রের খবর, পাথরপ্রতিমার একটি স্কুলে পাঁচজন শিক্ষিকা একসঙ্গে চাকরি হারিয়েছেন, যাদের কেউই আর স্কুলে ফেরেননি। একই সূত্র ধরে সাঁকরাইলের সারেঙ্গা হাইস্কুলের একাধিক শিক্ষক ক্লাসে যোগ না দেওয়ায় পঠন-পাঠন থমকে গিয়েছে।
এছাড়া কোচবিহারে শীতলকুচি হাইস্কুল, নহাটা সারদা সুন্দরী বালিকা বিদ্যালয়, হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর প্রায় সব জায়গায় একই চিত্র। আর এই অবস্থায় রাজ্যের বহু স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, পার্শ্ব শিক্ষক, বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের দিয়ে এক প্রকার বাধ্য করে ক্লাস করানো হচ্ছে। যেমন জলপাইগুড়ির মারোয়ারি বিদ্যালয়ে একপ্রকার জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা ব্যবস্থা।
কেউ চাকরিতে ফিরছেন, আবার কেউ অপেক্ষায়
তবে সব শিক্ষক যে বিক্ষোভে নেমেছেন, এমনটা নয়। দক্ষিণ ২৪ পরগনার সাগরের এক স্কুলে চাকরিহারা শিক্ষক ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন। কেউ কেউ মনে করছে, আইন যত দিন না বলে, ততদিন তারা শিক্ষক। তবে অনেকেই মনে করছেন, স্কুলে গিয়ে যদি আবার অপমানের শিকার হতে হয়, আবার তালিকায় নাম চলে আসে, এই ভয়ে তারা পিছিয়ে পড়ছেন।
সোমবার আন্দোলনের প্রস্তুতি
সূত্রের খবর, এসএসসির সামনে ধরনায় বসবেন যোগ্য শিক্ষকদের সংগঠন। আর তাদের একটাই দাবি, যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হোক। এখন দেখার সোমবার এই পরিস্থিতি কতদূর গড়ায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |