পরপর বিস্ফোরণ, ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা! ভয়াবহ অগ্নিকাণ্ড খড়দহের রংয়ের কারখানায়

Published:

Khardah Fire
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দীপাবলি পরের দিনই ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তর ২৪ পরগনার খড়দহের এক রংয়ের কারখানায় (Khardah Fire)। জানা যাচ্ছে, খড়দহের ঈশ্বরীপুর এলাকায় ওই কারখানা থেকে আচমকাই দাউ দাউ করে আগুন বের হতে দেখে স্থানীয়রা। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। কিন্তু কারখানার ভিতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ ভেসে আসে। এমনকি কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়।

ভয়াবহ অগ্নিকাণ্ড রঙের কারখানায়

মঙ্গলবার ভোররাতে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন কীভাবে লাগল তা নিয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য হাতে আসেনি। কার্যত গোটা এলাকা দাউ দাউ করে জ্বলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০টি দমকল ইঞ্জিনের দরকার পড়ে। খবর পাওয়া যাচ্ছে, পাচিল ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টা করে ওই দমকল কর্মীরা। এমনকি ভিতরে কোনও শ্রমিক আটকে পড়েছে কিনা এ বিষয়ে এখনও কোনও তথ্য মেলেনি। প্রাথমিক অনুমান করা হচ্ছে, কোনও শর্ট-সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। এমনকি কারখানার ভিতরে প্রচুর পরিমাণে রাসায়নিক দ্রব্য মজুদ থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ সাগরে ফের গভীর নিম্নচাপের আশঙ্কা, বৃষ্টি চলবে উপকূলে, আজকের আবহাওয়া

জোড়া অগ্নিকাণ্ড শহরে

তবে শুধু খড়দহের রঙের কারখানায় নয়, বরং বেহালা চড়কতলার পূর্বাশা এলাকায় ১৮৬ নম্বর ওয়ার্ডের একটি কালীপুজার মন্ডপেও ঘটে বিরাট অগ্নিকাণ্ড। সূত্র মারফৎ জানা যাচ্ছে, সাড়ে আটটা নাগাদ পূর্বাশা আঞ্চলিক যুবক সংঘের পূজা মন্ডপে আগুন লেগেছে। এমনকি নিমেষের মধ্যে তা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে, আর দাউ দাউ করে জ্বলতে থাকে পূজা মন্ডপটি। তবে দমকলকে খবর দেওয়া হলেও লাভের লাভ হয় না। দাহ্য বস্তু দিয়ে মন্ডপ তৈরি হওয়ায় নিমেষের মধ্যে সব ছাই হয়ে যায়। অনেক চেষ্টার পরই দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনও আতশবাজি থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড। তবে গোটা পূজা মন্ডপ পুড়ে গেলেও প্রতিমা রক্ষা করা গেছে বলেই জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফ থেকে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join