শিয়ালদা থেকে বনগাঁ অবধি ছুটবে AC লোকাল?

Published:

Updated:

AC Local Trains In Sealdah
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: যাত্রীদের জন্য বড় সুখবর! এবার ভিড় ঠাঁসা ট্রেনে গন্তব্যে পৌঁছতে গলদঘর্ম অবস্থা হতে হবে না কাউকে, কারণ যাত্রীদের সুবিধার্থে আর কিছু দিনের মধ্যেই শিয়ালদহ মেন (AC Local Trains In Sealdah) এবং বনগাঁ শাখায় শুরু হতে চলেছে এসি লোকাল ট্রেনের যাতায়াত। ভারতীয় রেলের এই সিদ্ধান্তে রীতিমত খুশির মহড়া রাজ্য জুড়ে। ইতিমধ্যেই রেলের এই ভাড়া সংক্রান্ত তথ্য জানানো হয়েছে রেলের পক্ষ থেকে।

ভাড়া নিয়ে রেলের বিজ্ঞপ্তি!

গরমের মধ্যে যাত্রীদের কষ্টের যাত্রা আরামদায়ক করতে এসি লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আর এই আবহে ভাড়া নিয়ে রেলের শিয়ালদহ বিভাগ সূত্রে জানা গিয়েছে যে, শিয়ালদহ মেন এবং বনগাঁ, এই দুই শাখায় আপাতত বাতানুকূল লোকাল চালানো হবে। আর সেক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া ধরা হবে ২৯ টাকা।

যদি শিয়ালদহ থেকে দমদম যাতায়াত করা যায় সেক্ষেত্রে এসি লোকালে ভাড়া পড়বে ২৯ টাকা, মাসিক খরচ ৫৯০ টাকা। অন্যদিকে শিয়ালদহ থেকে ব্যারাকপুরের ভাড়া পড়বে ৫৬ টাকা, যা মাসিক হিসেবে পড়ছে ১২১০ টাকা।

যুক্ত হবে ৫ শতাংশ GST

অন্যদিকে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যেতে এসি ট্রেনের ভাড়া ১৩২ টাকা। মাসে ২৬৮০ টাকা। এবং শিয়ালদহ থেকে নৈহাটি যেতে যাত্রীদের ভাড়া পোহাতে হবে ৮৫ টাকা, যার মাসিক খরচ ১৭২০ টাকা। পাশাপাশি শিয়ালদহ থেকে রানাঘাট দৈনিক খরচ হবে ১১৩ এবং মাসিক খরচ হবে ২৩১০ টাকা।

রেল সূত্রে জানা যাচ্ছে, AC লোকাল ট্রেন শুরু হলে দৈনিক টিকিট, সাপ্তাহিক টিকিট, ১৫ দিনের টিকিট, মান্থলি টিকিট সবই কাটা যাবে। যদিও রেল জানিয়েছে, সব ভাড়ার সঙ্গে যুক্ত হবে ৫ শতাংশ GST।

বনগাঁ শাখায় টিকিটের ভাড়া কত?

একই ভাবে বনগাঁ শাখার জন্য দমদমের ভাড়া পড়বে ২৯ টাকা, যেখানে মাসিক খরচ ৫৯০ টাকা। বারাসতে দৈনিক ভাড়া ৫৬ টাকা এবং মাসিক ১২১০ টাকা। পাশাপাশি এসি লোকালে হাবড়া যেতে গেলে ভাড়া পড়বে ৮৫ টাকা যার মাসের খরচ ১৭২০ টাকা। গোবরডাঙার ভাড়া হবে যথাক্রমে ৯৯ এবং ২০১০ টাকা। আর বনগাঁ যাওয়ার ভাড়া ১১৩ টাকা এবং মাসিক পড়বে ২৩২০ টাকা।

একাধিক উন্নত প্রযুক্তির মেলবন্ধন

উল্লেখ্য মেট্রোর মতোই এসি লোকালে ট্রেনে মিলবে একাধিক সুবিধা। ক্যামেরা থাকবে সব কামড়ায়। ফলে নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা হবে না যাত্রীদের। এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। মেট্রোর মতোই এতে থাকছে GPS বেসড অ্যানাউন্সমেন্ট সিস্টেম, টক ব্যাকের ব্যবস্থা। ট্রেনে যাত্রীদের বসার এবং দাঁড়ানোর পর্যাপ্ত পরিসরের সুবিধা ছাড়াও মালপত্র বহনের জন্য অ্যালুমিনিয়ামের শক্তপোক্ত তাক থাকছে।

আরও পড়ুন: কলকাতা থেকে পাততাড়ি গোটাচ্ছে SBI? বড় সিদ্ধান্তের পথে ষ্টেট ব্যাঙ্ক

প্রসঙ্গত, মুম্বই, চেন্নাইয়ের পর লোকাল ট্রেনে এসির পরিষেবা আনতে জোর কদমে ময়দানে নেমেছে বাংলা। এই প্রসঙ্গে শিয়ালদহের সিনিয়র জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘‘সিটি অফ জয়’-এর জন্য ২০২৫ সালে শিয়ালদহ ডিভিশনের জন্য এটাই সেরা উপহার।’’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join