Indiahood-nabobarsho

তিন ব্যাঙ্ক থেকে হয়ে গেল এক! বাংলায় পথচলা শুরু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্কের

Published on:

West Bengal Grameen Bank

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার নতুন পরিচয়ে পথ চলা শুরু করল রাজ্যের গ্রামীণ ব্যাঙ্ক। হ্যাঁ, 1 মে, 2025 থেকে পশ্চিমবঙ্গে চালু তার একমাত্র আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক – ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক (West Bengal Gramin Bank)। সূত্রের খবর, এবার রাজ্যের তিনটি আলাদা আলাদা গ্রামীণ ব্যাঙ্ক – বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক, এবং উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক মিলে এই একটি ব্যাঙ্কে পরিণত হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, এই সংযুক্তিকরণ “ওয়ান স্টেট ওয়ান আরআরবি” নীতি অনুযায়ী করা হয়েছে, যার স্পনসর থাকছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। নতুন এই ব্যাঙ্কের চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করেছেন এ. কে. ঘোষাল।

পরিকাঠামোগত উন্নতির রিপোর্ট কী বলছে?

গ্রামীণ ব্যাঙ্কের এই একইভূতিকরণের ফলে নয়া ব্যাঙ্কের পরিকাঠামো হয়েছে আরও উন্নত। হ্যাঁ, 31 মার্চ, 2025 পর্যন্ত পাওয়া হিসেব বলছে, এই ব্যাঙ্কের সম্মিলিত ব্যবসার পরিমাণ 51,536 কোটি টাকা। এর মধ্যে আমানত 33,038 কোটি টাকা এবং ঋণ প্রদান করা হয়েছে 18,498 কোটি টাকার।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রাজ্যের প্রত্যন্ত গ্রামে কিংবা আধা শহুরে অঞ্চলে যারা এখনো ব্যাঙ্কিং পরিষেবার বাইরে ছিলেন, এবার তাদের কাছেও এই ব্যাঙ্ক খুব সহজে পরিষেবা পৌঁছে দেবে। হ্যাঁ, 18টি আঞ্চলিক কার্যালয়, 960টি শাখা, এমনকি ৪৪২১টি গ্রাহক পরিষেবা কেন্দ্র নিয়ে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক আত্মপ্রকাশ করছে বলেই খবর। 

কৃষক এবং ছোট ব্যবসায়ীদের পাশে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক এবার শুধুমাত্র আর্থিক লেনদেন নয়, বরং গ্রামীণ অর্থনীতির উন্নয়নেও সাহায্য করবে। হ্যাঁ, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা, কৃষকদের সাহায্য, সরকারি প্রকল্প বাস্তবায়ন, সমস্ত ক্ষেত্রেই পাশে থাকবে এই ব্যাঙ্ক। ফলে গ্রামীন অর্থনীতির এক নতুন দিগন্ত খুলতে চলেছে, তা বলার অপেক্ষায় রাখেনা।

আরও পড়ুনঃ নয়া অবতারে নয়া লুকে ফিরছে Tata Sumo! ফিচার আর দাম শুনলে ভিমড়ি খাবেন

এক ক্লিকেই মিলবে ডিজিটাল পরিষেবা

শুধু নামে নয়, কামেও করছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক। গ্রাহকদের জন্য ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা আরও নয়া রূপ নেবে বলে জানা যাচ্ছে। মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, মাইক্রো এটিএম, এসএমএস ব্যাঙ্কিং, হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং, সমস্ত পরিষেবা চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক।

তবে ব্যাঙ্কের সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে গ্রাহকদের আইএফএসসি কোড পরিবর্তন করা হচ্ছে না। আগের কোডই ব্যবহার করতে পারবে গ্রাহকরা। শুধুমাত্র ব্রাঞ্চ পরিবর্তন হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group