সৌভিক মুখার্জী, কলকাতা: 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) একধাক্কায় চাকরি হারিয়েছে 26 হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এরপর বিপাকে পড়ে রাজ্য সরকার নতুন নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করে। তবে সেখানেই হয় বিতর্কের সূত্রপাত। কারণ, নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে অযোগ্যদেরও পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়। তবে চাকরিহারা যোগ্যরা তা মেনে নিতে পারেনি।
এ নিয়ে একের পর এক আন্দোলন, বৈঠক সবই চলছে। কিন্তু কিছুতেই সুরহা মিলছে না। অবশেষে মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে আজ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেখানেও মিলল না সমাধান। তাই এবার আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকরা দাবি করেছে, রাতের মধ্যেই যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে।
কী দাবি চাকরিহারাদের?
প্রতিদিনের রিপোর্ট মারফৎ জানা যাচ্ছে, চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একটাই দাবি, যাতে অযোগ্যদের তালিকা আলাদা ভাবে প্রকাশ করা হয় এবং তারা কোনোভাবেই যেন পরীক্ষায় না বসতে পারে। কারণ তালিকা প্রকাশের সময় রাজ্য সরকার কোনওরকম নির্দেশ মানেনি। এমনকি সুপ্রিম কোর্টেরও কোনও নিষেধাজ্ঞা নেই। তালিকা থাকা সত্ত্বেও কেন রাজ্য সরকার তা প্রকাশ করছে না, তা নিয়েই প্রশ্ন তাদের মনে। তাদের দাবি, সুপ্রিম কোর্টে খুব তাড়াতাড়ি যোগ্য ও অযোগ্যদের তালিকা দেওয়া হোক, আর বাকিদের পরীক্ষা নেওয়া হোক।
প্রসঙ্গত, তারা তাদের এই দাবি মুখ্যমন্ত্রীকে জানাতে সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। কিন্তু মাঝপথেই তাদেরকে বাঁধা দেওয়া হয়। আর পরবর্তীতে 20 জন প্রতিনিধির সঙ্গে মুখ্য সচিব মনোজ পন্থ এবং কমিশনারের অন্যান্য আধিকারিকরা বৈঠকে বসেন। তবে সেখানে সুরহা হয়নি। কারণ, মিটিং শুরুর 10 মিনিটের মধ্যেই মুখ্য সচিব বেরিয়ে যান। আর এরপরেই চাকরিহারারা সাংবাদিকদের মুখোমুখি হন।
আরও পড়ুনঃ বন্দে ভারত, মেট্রো কোচ তৈরি হবে বাংলায়! রাজ্যে ৪০ একর জমি নিল টিটাগড় রেল
যোগ্য চাকরিহারাদের দাবি, মুখ্য সচিব তাদের কথা সবই শুনেছে এবং নোটও করেছে। তবে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী সকলেই জানিয়েছেন যে, তালিকা তৈরি। কিন্তু সুপ্রিম কোর্টের কোনও নির্দেশ নেই, এই যুক্তি দেখিয়ে তালিকা প্রকাশ করা হচ্ছে না। তাদের কথায়, সুপ্রিম কোর্টের কোনোরকম নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও কেন যোগ্য ও অযোগ্যদের তালিকা দেওয়া যাবে না? সোমবার রাতেই অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। রাত যতই হোক না কেন, তালিকা প্রকাশ্যে না আসলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে তারা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |