প্রীতি পোদ্দার, হাওড়া: সমীক্ষা অনুযায়ী জানা গিয়েছে, দেশের মধ্যে সবচেয়ে বেশি প্লাটফর্ম সংখ্যা রয়েছে বাংলার হাওড়া স্টেশনে। কিন্তু দিন যত গড়াচ্ছে তত বেশি ট্রেনের সংখ্যা বাড়ছে হাওড়া স্টেশনে। যাত্রী সংখ্যাও অঢেল হওয়ায় সমস্ত যাত্রীরা জায়গাও পান না হাওড়া স্টেশন চত্বরে। এই সমস্ত কথাই মাথায় রেখে আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন। বাড়তে চলেছে নয়া প্ল্যাটফর্ম।
বড় উদ্যোগ রেল কর্তৃপক্ষের
সূত্রের খবর, হাওড়া স্টেশনে এতদিন প্লাটফর্ম সংখ্যা ছিল ২৩, তা এবার বেড়ে হতে চলেছে ২৪। যাত্রী সুবিধার্থেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এই উদ্যোগে নতুন স্টেশন গঠনের ফলে যেমন যাত্রীহার বাড়তে চলেছে, ঠিক তেমন ভাবেই রেলের পক্ষ থেকেও অনেক সুবিধা বাড়তে চলেছে। উল্লেখ্য ১৯০৫ সালে ৬টি স্টেশন নিয়ে পথ চলা শুরু করেছিল বাংলার এই হাওড়া স্টেশন। ১৯৮৪ সালে প্লাটফর্মের সংখ্যা আরও আরও ৯টি বাড়ানো হয়েছিল।
২৩ থেকে বেড়ে হবে ২৪!
এরপর ১৯৯২ সালে নতুন টার্মিনাল তৈরি হয়। এরপর ২০০৯ সালে ১৫ থেকে প্লাটফর্মের সংখ্যা বাড়িয়ে ২৩টি করা হয়েছিল। এর মধ্যে ওল্ড কমপ্লেক্সে রয়েছে ১ থেকে ১৬টি প্লাটফর্ম। এবং এই ১৬ নম্বর প্লাটফর্মটিতে শুধুমাত্র মালগাড়ি দাঁড়ায়। এটি পণ্য পরিবহণের কাজে ব্যবহৃত হয়। বাকি প্লাটফর্মগুলিতে যাত্রী ট্রেন দাঁড়ায়। রেল সূত্রের খবর, নিউ প্লাটফর্মে এতদিন ১৭ থেকে ২৩ নম্বর প্লাটফর্ম ছিল। সেখানেই এবার অতিরিক্ত একটি প্লাটফর্ম বাড়তে চলেছে। আরও বেশি মেল ও এক্সপ্রেস ট্রেনের সংখ্যা বাড়ানোর জন্যই এই উদ্যোগ।
রেল কর্তৃপক্ষের এই নয়া উদ্যোগে বেশ খুশি যাত্রীরাও। তাঁদের মতে এই ভিড়েও খানিক স্বস্তি হয়ত মিলতে পারে। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই হাওড়ায় চালু হয়ে যাবে ২৪ নম্বর প্লাটফর্ম। যদিও নতুন এই প্লাটফর্ম কবে থেকে যাত্রী সাধারণদের জন্য খুলে দেওয়া হবে তা এখনও স্পষ্ট জানানো হয়নি রেলের তরফ থেকে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |