প্রাথমিকে নিয়োগ নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

Published on:

Primary Teacher Recruitment

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary Teacher Recruitment) নিয়ে বহুদিন ধরেই চলছে বিতর্ক। অবশেষে সুপ্রিমকোর্ট থেকে মিলল সবুজ সংকেত। সূত্রের খবর, 3929 শূন্যপদে নিয়োগ সংক্রান্ত রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে, পুরনো রায় বহাল থাকবে।

এর ফলে 2014 সালের টেট উত্তীর্ণ প্রার্থীরাই একমাত্র এই শূন্যপদগুলির যোগ্য দাবিদার হবে বলে জানা যাচ্ছে। এমনকি সেই পদগুলিতে 2022 সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে তাল মিলিয়ে একেবারে নিয়োগ করা হবে।

বিতর্কের শুরু কোথা থেকে?

আসলে এই মামলা শুরু 2020 সালে। রাজ্য সরকার 2014 সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের ভিত্তিতে 2016 এবং 2020 সালে দুই দফায় প্রাথমিক শিক্ষক নিয়োগ করে। তবে সরকার দাবি করছিল যে, 16,500 পদে শিক্ষক নিয়োগ করা হবে। কিন্তু পরে নিয়োগ শেষে দেখা যায় যে, 3929 টি পদ খালিই পড়ে রয়েছে।

আর এই শূন্যপদ নিয়ে শুরু হয় জটিলতা। এমনকি মামলাটি কলকাতা হাইকোর্ট থেকে গড়িয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছয়। বিচারপতি অভিযোগ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, এই পদগুলোতে 2014 সালের টেট উত্তীর্ণদের মধ্যে মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

তবে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 2017 সালের টেট উত্তীর্ণরা আবেদন করেছিল। তাদের যুক্তি ছিল যে, 2020 সালে নিয়োগ শেষ হয়ে গিয়েছে। তাই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত, যাতে তারাও সুযোগ পায়। তবে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে, 3929 পদে শুধুমাত্র 2014 সালের প্রার্থীরাই সুযোগ পাবে। আর এখান থেকে শুরু হয় আইনি লড়াই। 

আরও পড়ুনঃ ৪৪,২০৩ শূন্যপদে রাজ্যে শিক্ষক নিয়োগ করা হবে! নবান্ন থেকে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছিল?

প্রসঙ্গত, 2024 সালের মে মাসের সুপ্রিম কোর্ট জানিয়েছিল, 3929 শূন্যপদকে ভবিষ্যতে নিয়োগের সঙ্গে যুক্ত করা হবে। অর্থাৎ, পরবর্তী নিয়োগে টেট উত্তীর্ণ সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। আর এই রায়কে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করা হয়। তাদের যুক্তি ছিল, যাতে পুরনো হাইকোর্টের রায় বহাল থাকে।

অবশেষে তাদের দাবিকে মান্যতা দিয়ে মঙ্গলবার বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র পুনর্বিবেচনার আবেদন খারিজ করেন। জানানো হয়, সুপ্রিম কোর্টের আগের রায় বহাল থাকবে। অর্থাৎ, 3929 টি শূন্যপদে নিয়োগ হবে ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে। আর সেখানে সমস্ত টেট উত্তীর্ণরা সুযোগ পাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥