‘OBC বাতিল, এবার EWS-এ ঢোকানো হচ্ছে মুসলিম!’ বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

Published on:

WB EWS Issue

সৌভিক মুখার্জী, কলকাতা: একে তো বাংলায় চলছে ওবিসি ইস্যু, আর তারই মধ্যে ইডব্লিউএস  নিয়ে বিরাট পদক্ষেপ নিল রাজ্য সরকার। হ্যাঁ, এবার থেকে সাধারণ মানুষের জন্য আর্থিক অনগ্রসর শ্রেণীর সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়াকে আরো সহজ করেছে পশ্চিমবঙ্গ সরকার। তবে সেই আবহেই বিতর্কের সূত্রপাত। এবার মুসলিম জাতিকে আলাদাভাবে ইডব্লিউএস-এ ঢোকানোর পথ খুলে দিল রাজ্য? হ্যাঁ, সদ্য জারি করা হয়েছে ইডব্লিউএস লিস্ট। আর সেখানেই শুরু হয়েছে এই বিতর্ক। 

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নতুন বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছিল?

ইডব্লিউএস নিয়ে রাজ্য সরকার জানিয়েছে, জেনারেল ক্যাটাগরিতে থাকা আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর মানুষরা এবার সংরক্ষণের আওতায় আসতে পারবে। তবে হ্যাঁ, এই যোগ্যতা নির্ধারণ করা হবে সম্পত্তি এবং বার্ষিক আয়ের মাপকাঠিতেই। মূলত এসসি, এসটি এবং ওবিসি সংরক্ষণের আওতায় না আসা যেকোনো ব্যক্তির যদি পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার মধ্যে হয়, তাহলেই সে ইডব্লিউএস হিসেবে চিহ্নিত হতে পারে। তবে হ্যাঁ, তার পাঁচ একরের কম জমি থাকতে হবে এবং থাকার জায়গার আয়তন 1000 বর্গফুটের মধ্যে হতে হবে।

মুসলিম ঢুকিয়ে বিতর্কের সূত্রপাত?

অভিযোগ উঠেছে যে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার গোপনে কারচুপি সেরে নিলেন। হ্যাঁ ওবিসি-এ, ওবিসি-বি সার্টিফিকেট বাতিল করে এবার ইডব্লিউএস-এ সরাসরি মুসলিম ঢোকাচ্ছেন তিনি। এমনকি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে বেলদার মুসলিম, খোট্টা মুসলিম, মুসলিম সরদার, ভাটিয়া মুসলিম ইত্যাদি। মানে বাংলাকে একেবারে মুসলিম রাজ্যে পরিণত করতে চাইছেন তিনি। এমনটাই অভিযোগ করা হয়েছে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অনিন্দিতা পাল নামের একজন সোশ্যাল মিডিয়াতে দাবি করছে, রাজ্য সরকার সত্যিই নির্লজ্জ। তোষণ কোনোভাবেই কমছে না। ওবিসি সার্টিফিকেট বাতিল করে এবার ইডব্লিউএস-এ মুসলিম ঢোকাচ্ছে। এমনকি কেউ কেউ মুখ্যমন্ত্রীকে সরাসরি বলছেন, আপনি ঘুমান এবং রাজনীতি করুন। তারপর এই তালিকায় আইনের সুযোগ নিয়ে মুসলিমদেরকে ঢোকান। রামনবমীর শোভাযাত্রার পারমিশন দেবেন না, আবার সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলবে হিন্দু একত্রীকরণের। 

আরও পড়ুনঃ নিম্নচাপের দাপটে ভারী দুর্যোগের মুখে দক্ষিণবঙ্গের ২ জেলা, আজকের আবহাওয়া

আবেদন প্রক্রিয়াও বেশ সহজ

তবে এবার নয়া ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন প্রক্রিয়াও বেশ সহজ করা হয়েছে। অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদন করা যাচ্ছে। অনলাইনে আবেদন করার জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তবে হ্যাঁ, সেখানে প্রয়োজনীয় নির্দেশিকা, আয়ের সীমা, প্রয়োজনীয় নথি সংক্রান্ত সমস্ত তথ্য আপলোড করতে হবে। 

পাশাপাশি অফলাইনে আবেদনের সুযোগও থাকছে। এর জন্য আবেদনকারীরা নিজের নিজের ব্লক বা মহাকুমা অফিসে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করে সেখানে জমা দিতে পারে। আর নয়া নির্দেশিকা সংক্রান্ত চিঠি ইতিমধ্যে জেলা প্রশাসনকে পাঠানো হয়েছে। আর এই নির্দেশিকার মূল উদ্দেশ্য হল, আবেদন প্রক্রিয়াকে সহজ করা এবং যোগ্য প্রার্থীদের সুবিধা থেকে বঞ্চিত না করা। তবে ইডব্লিউএস-এ মুসলিম সম্প্রদায়কে ঢোকানো কতটা যুক্তিযুক্ত, তা সময় বলে দেবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group