চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দিতে পারবে না রাজ্য! জানিয়ে দিল হাইকোর্ট

Published:

SSC Case
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সুপ্রিম কোর্টের এক রায়ে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের আওতায় বিতর্কিত প্যানেলের (SSC Case) জেরে 26 হাজার শিক্ষক কর্মীরা চাকরি হারিয়েছে। আর সেই তালিকায় ছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভাগের কর্মীরাও। তাদের মুখের দিকে তাকিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল মাসিক ভাতা তুলে দেওয়ার। তবে সেই ভাতার সিদ্ধান্তেই বিরাট ধাক্কা খেল রাজ্য। হাইকোর্ট জানিয়ে দিল, আপাতত চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরা কোনোরকম ভাতা পাবে না।

26 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ভাতা

আজ শুক্রবার, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ সাফ জানিয়ে দেন যে, আগামী 26 সেপ্টেম্বর পর্যন্ত আদালতের নির্দেশ না আসা পর্যন্ত রাজ্য সরকার কোনোরকম ভাতা দিতে পারবে না। একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামাও জমা দিতে হবে। পাশাপাশি মামলাকারীদের পাল্টা হলফনামা দেওয়ার জন্য 15 দিন সময় দেওয়া হয়েছে।

কেন আপত্তি ভাতার সিদ্ধান্তে?

আসলে গত মে মাসে রাজ্য সরকার ঘোষণা করে যে, চাকরিহারা গ্রুপ সি কর্মীরা 25,000 টাকা আর গ্রুপ ডি কর্মীরা 20,000 টাকা মাসিক ভাতা পাবে। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলে একদল নাগরিক।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে তলানিতে সোনার দাম, রুপো নিয়ে বিরাট সুখবর! আজকের রেট

তাদের বক্তব্য, সুপ্রিম কোর্ট যখন স্পষ্টভাবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে অবৈধভাবে ঘোষণা করে চাকরি বাতিল করেছে, তাহলে কেন ওই চাকরিহারা কর্মীদের ভাতা দেবে রাজ্য? এতে রাজ্যের কোষাগারেই ঘাটতি পড়বে।

এমনকি শুনানির সময় বিচারপতি অমৃতা সিংহ রাজ্যের কাছে জানতে চান যে, এই 25,000 এবং 20,000 টাকার অংক নির্ধারণের আসল ভিত্তি কী? কোনও প্রাতিষ্ঠানিক স্ক্রুটিনি না করে কীভাবে এই ভাতা নির্ধারণ করা হলো? তাই আপাতত 26 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য কোনোরকম ভাতা দিতে পারবে না। যা হবে শুনানির পরেই…

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join