সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে! এবার আর রাস্তায় পা দিতেই গর্ত, ছাউনি দিয়ে জল পড়া, কিংবা বসার জায়গার শিরেসংক্রান্তি অবস্থা, এসব অতীত হতে চলেছে। কারণ রাজ্যের প্রথম অমৃত ভারত স্টেশন প্রকল্পের (Amrit Bharat Station) আওতায় আধুনিক রূপে গড়ে উঠছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন।
সূত্রের খবর, আগামী 22 মে এই নবনির্বিত স্টেশনের সমস্ত পরিষেবার শুভ উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী স্বয়ং নরেন্দ্র মোদি। হ্যাঁ, এমনটাই জানা যাচ্ছে। তবে দিল্লি থেকে ভার্চুয়ালি যুক্ত হয়।
কী কী বদলাল এই স্টেশনে?
শিয়ালদহ ডিভিশনের অধীনে এই স্টেশনটি এবার নতুন করে সাজানো হয়েছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আধুনিক স্টেশনের ভবন নির্মাণ হয়েছে, আরামদায়ক বিশ্রামাগার তৈরি হয়েছে, এমনকি উন্নতমানের ছাউনি তৈরি হয়েছে।
এর পাশাপাশি পরিচ্ছন্ন শৌচাগার, পর্যাপ্ত বসার জায়গা, পানীয় জলের সুব্যবস্থা, ইত্যাদি তো থাকছেই। আর সবকিছুই তৈরি হয়েছে আধুনিকতা বজায় রেখে, যাতে যাত্রীদের ভোগান্তি দূর হয় এবং সেরা অভিজ্ঞতা পাওয়া যায়।
স্টেশনটির গুরুত্ব
কল্যাণী ঘোষপাড়া কিন্তু একটি সাধারণ স্টেশন নয়, এটি শিক্ষারও কেন্দ্রবিন্দু বটে। কারণ এই স্টেশনের আশেপাশেই রয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়, যা হাজার হাজার পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মী প্রধান গন্তব্য।
এছাড়াও এই স্টেশনকে ঘিরে রয়েছে সতীমায়ের মেলার মতো জনসমাগম জমায়েত কেন্দ্র। পাশাপাশি কল্যাণী আইটিআই মোড়ে দুর্গা পুজো তো রয়েছেই। তাই এই স্টেশনের গুরুত্ব মুখে বলে শেষ হবে না। যার জেরেই স্টেশনটির পরিকাঠামগত উন্নয়নের দরকার ছিল।
আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশ, ২৫% DA দেবে রাজ্য সরকার? মুখ খুললেন চন্দ্রিমা ভট্টাচার্য
পরিদর্শনে শিয়ালদহ ডিআরএম
গত বৃহস্পতিবার চূড়ান্ত পর্যায়ের কাজ খতিয়ে দেখেছিলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা। পরিদর্শনের পর তিনি জানিয়েছেন, সমস্ত কাজ শেষ হয়েছে। এখন শুধু উদ্বোধনের পালা। আর দিল্লী থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বৈঠক করেই এই স্টেশনের পরিষেবাকে উদ্বোধন করবে।
শিয়ালদহ ডিভিশনের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে, এই স্টেশনটি রাজ্যের মধ্যেই প্রথম, যার কাজ অমৃত ভারত প্রকল্প অনুযায়ী সম্পূর্ণ নতুন রূপ পেয়েছে। জানিয়ে রাখি, অমৃত ভারত স্টেশন প্রকল্পে বর্তমানে দেশের 1275 টি স্টেশনকে চিহ্নিত করা হয়েছে। আর তার মধ্যে কল্যাণী ঘোষপাড়া একটি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |