বদলাল রাজ্যের CEO দফতরের ওয়েবসাইট! এবার এভাবে দেখা যাবে ২০০২ এর ভোটার লিস্ট

Published:

SIR in West Bengal
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: এসআইআর (SIR in West Bengal) শুরু হতেই বদলে গেল পশ্চিমবঙ্গ সিইও দফতরের ওয়েবসাইটের অ্যাড্রেস। হ্যাঁ, পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এই বিষয়টি। এবার থেকে নতুন ওয়েবসাইটের মাধ্যমেই মিলবে ২০০২ সালের ভোটার লিস্ট (2002 Voter List)।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর, সোমবার রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শুরু হয় যা মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। সেদিন থেকেই রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইটে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। কখনো সার্ভার ডাউন, কখনো বা ওয়েবসাইট খুলছে না। এমনকি ভোটার তালিকা ডাউনলোডও হতে চাইছিল না।

নতুন ওয়েবসাইট সিইও দপ্তরের

এই সমস্যা সমাধান করতে নতুন ওয়েবসাইট চালু করেছে সিইও দফতর। আর এই ওয়েবসাইটের অ্যাড্রেস হল https://ceowestbengal.wb.gov.in/। এবার থেকে এই ওয়েবসাইটের মাধ্যমেই ২০০২ সালের ভোটার তালিকা দেখতে পাওয়া যাবে। এমনকি এসআইআর সংক্রান্ত সমস্ত কার্যক্রম এবার থেকে এই ওয়েবসাইটেই হবে।

আরও পড়ুনঃ ইন্দিরা গান্ধীর সমাধিতে রয়েছে ২৫ টনের বিরাট পাথর! জানুন এর বিশেষত্ব

কীভাবে দেখবেন ভোটার তালিকা?

২০০২ সালের ভোটার তালিকা দেখতে হলে প্রথমে সিইও দফতরের নতুন ওয়েবসাইটে যেতে হবে। তারপর নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • অফিসিয়াল ওয়েবসাইট খোলা মাত্রই আপনার সামনে রাজ্যের সমস্ত জেলাগুলির নাম দেখাবে।
  • এরপর আপনার নিজের জেলা সিলেক্ট করতে হবে।
  • তারপর আপনার সামনে বিধানসভা নির্বাচন কেন্দ্রগুলির নাম দেখাবে।
  • তারপর নিজের বিধানসভা কেন্দ্রটি সিলেক্ট করতে হবে।
  • এরপর আপনি কোন বুথে ভোট দিয়েছেন বা কোন স্কুলে ভোট দিয়েছেন সেটিকে সিলেক্ট করতে হবে।
  • এরপরই আপনার সামনে ২০০২ সালের ভোটার তালিকা ওপেন হবে। সেটিকে ডাউনলোড করে আপনি নিজের নাম দেখে নিতে পারবেন।
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join