শ্বেতা মিত্র, কলকাতাঃ অপেক্ষার অবসান, এবার বাংলায় ১০০ বা ২০০ কোটি নয়, ২০০০ কোটি টাকারও বেশি প্রোজেক্টের বরাত পেল বড় কোম্পানি। জানা গিয়েছে, অশোকা বিল্ডকন লিমিটেড-এর হাত ধরে বাংলা নতুন দুটি রাস্তা পেতে চলেছে।
স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া একটি ফাইলিংয়ে পরিকাঠামো সংস্থাটি জানিয়েছে যে তারা পশ্চিমবঙ্গে NHAI প্রকল্পের জন্য অর্ডার পেয়েছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই) ২,৭৯১ কোটি টাকার প্রকল্পের জন্য সর্বনিম্ন দরদাতা হিসাবে ঘোষণা করেছে সংস্থাটি। অর্থাৎ এবার বাংলায় এই কোম্পানি সাধারণ মানুষের সুবিধার্থে দুটি বড় রাস্তা তৈরী করবে।
বাংলার জন্য মেগা প্রজেক্ট
গোটা কাজটি হবে Hybrid Annuity Model অনুসারে। ওয়ার্ক অর্ডারের বিবরণ অনুসারে, প্রকল্পগুলির মধ্যে একটি পশ্চিমবঙ্গের বোওয়াইচণ্ডী থেকে গুসকরা-কাটোয়া রোড পর্যন্ত ৮৯.৮১৪ কিলোমিটার থেকে ১৩৩ কিলোমিটার (এনএইচ ১১৬এ (প্যাকেজ -৩) পর্যন্ত চার লেনের অর্থনৈতিক করিডোর উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। এই প্রকল্পটি হাইব্রিড মোডের অধীনে সম্পন্ন হবে। জানলে আকাশ থেকে পড়বেন, জিএসটি চার্জ বাদ দিয়ে এই প্রকল্পের মূল্য ১,৩৯১ কোটি টাকা।
নতুন রাস্তা পাবে বাংলা!
আগামী ৯১০ দিনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় প্রকল্পটি হ’ল পশ্চিমবঙ্গের খড়গপুর থেকে চন্দ্রকোণা-ঘাটাল রোড পর্যন্ত ৪১ কিলোমিটার জাতীয় সড়ক (প্যাকেজ -১) জুড়ে চার লেনের অর্থনৈতিক করিডর উন্নয়নের অনুরোধ। প্রকল্পটি ১,৪০০ কোটি টাকার বিড প্রাইসের বিপরীতে বর্ষা সহ ৯১০ দিনের মধ্যে কার্যকর করা হবে বলে আশা করা হচ্ছে কোম্পানির তরফে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |