সৌভিক মুখার্জী, কলকাতা: পঞ্চমীর রাতেই শ্যামনগর (Shyamnagar) স্টেশনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে একসঙ্গে তিন-তিনজন। তার মধ্যে মা, শিশু এবং একজন স্থানীয় ফল বিক্রেতা ছিল। জানা গিয়েছে, গৌড় এক্সপ্রেসের ধাক্কাতেই মৃত্যু হয়েছে ওই তিনজনের। আর এই ঘটনা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্টেশন চত্বরে।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা?
স্থানীয় রিপোর্ট অনুযায়ী খবর, এক মহিলা তাঁর শিশুকে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। আর আচমকাই শিশুটি তিন নম্বর রেল লাইনের উপরে পড়ে যায়। মা শিশুকে বাঁচাতে ছুটে গেলে ঘটনাস্থলে এক ফল বিক্রেতা উপস্থিত হন। তিনি তাদেরকে রক্ষা করার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় গৌড় এক্সপ্রেস ট্রেন লাইনে চলে আসে। এরপর ট্রেনের ধাক্কাতেই তিনজন ছিটকে পড়ে যান আর ঘটনাস্থলেই মারা যান মা এবং শিশু। তবে ফল বিক্রেতাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর চেষ্টা করা হয়। কিন্তু সময়মতো না পৌঁছানোতে তাঁরও মৃত্যু হয়।
স্থানীয়রা অভিযোগ করছে, গেটম্যান লেভেল ক্রসিং খোলেননি। আর এই কারণেই জরুরি রিক্সা বা টোটো ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। ফলে ফল বিক্রেতার জীবন বাঁচানো সম্ভব হয়নি। এক স্থানীয় বাসিন্দা বলেছেন, বারবার এই বিষয়টি আমরা রেল কর্তৃপক্ষের নজরে এনেছি। তবে কোনও বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি। আর আজ রাতেই তিন-তিনটি তরতাজা প্রাণ তলিয়ে গেল।
আরও পড়ুনঃ ট্রেনে করে সোজা ভুটান! ৬৯ কিমির কোকরাঝাড়-গেলেফু রেল প্রকল্প নিয়ে বড় আপডেট
এই দুর্ঘটনার পর স্থানীয় লোকজনরা রেলস্টেশন অবরোধ করে রাখেন। তারা দাবি করছে, লেভেল ক্রসিং একবার বন্ধ হলে দীর্ঘ সময় ধরেই তা খোলা হয় না। ফলে মানুষকে বিপজ্জনকভাবেই রেললাইন পার হতে হয়। অবরোধ চলাকালীন পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এই ঘটনা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও রেল কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছে।