শ্বেতা মিত্র, কলকাতাঃ পশ্চিমবঙ্গের মুকুটে নয়া পালক। আর এই নতুন পালকটি জুড়েছে রেলের দৌলতে। জানলে হয়তো আপনারও গর্বে বুক ফুলে উঠবে যে বাংলার বুকে তৈরি হল ভারতের প্রথম চালকবিহীন ট্রেন (Driverless metro)। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি। কবে এই ট্রেন ট্র্যাকে ছুটবে কিংবা কোন রুটে এই বিশেষ ট্রেনটি চলবে জানতে ইচ্ছুক? তাহলে আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
বাংলায় তৈরি হল চালকবিহীন ট্রেন
জানা যাচ্ছে, বেঙ্গালুরু মেট্রোর হলুদ লাইনের জন্য প্রথম চালকবিহীন ট্রেন তৈরি করল টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড। উত্তরপাড়ায় টিটাগড়ের মেট্রো ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে নির্মিত এটিই প্রথম স্টেইনলেস স্টিল, স্বয়ংক্রিয় চালকবিহীন ট্রেনসেট। এটি ১৯ কিলোমিটার দীর্ঘ হলুদ লাইনে (আরভি রোড-বোম্মাসান্দ্রা) চলবে, যা ইলেকট্রনিক্স সিটি প্রযুক্তি এবং ব্যবসায়িক কেন্দ্রকে বেঙ্গালুরুর বাকি অংশের সাথে সংযুক্ত করবে।
এই বিষয়ে BMRCL কর্মকর্তারা জানিয়েছেন, ১৫ দিনের মধ্যে ট্রেনটি সড়কপথে বেঙ্গালুরুর হেব্বাগোদি ডিপোতে পৌঁছাবে। সোমবার উত্তরপাড়ায় এক অনুষ্ঠানে ট্রেনটি বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির ছিলেন কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর।
কী বলছেন মন্ত্রী?
কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল ভার্চুয়ালি উদযাপনে যোগ দিয়ে বলেন, “মেট্রো প্রকল্পগুলি আমাদের শহরগুলিকে রূপান্তরিত করছে, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাড়িয়ে তুলছে এবং কর্মসংস্থান তৈরি করছে। মেট্রো রেলে ভারত এখন বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে, আমাদের লক্ষ্য পাঁচ বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়া।” অন্যদিকে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর উমেশ চৌধুরী বলেন, “টিটাগড় এই বছরের এপ্রিলের মধ্যে হলুদ লাইনের জন্য আরও দুটি ট্রেনসেট সরবরাহ করবে। এরপরে সংস্থাটি ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে মাসে দুটি ট্রেন সরবরাহের জন্য উৎপাদন বাড়াবে। আমাদের টিম উন্নত, টেকসই এবং দক্ষ রোলিং স্টক সরবরাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ যা কর্ণাটকের লক্ষ লক্ষ যাত্রীদের যাতায়াতের অভিজ্ঞতাকে নতুন করে সংজ্ঞায়িত করবে।”
ইস্টবেঙ্গলের ধমকেই হল কাজ? অবশেষে ডার্বি নিয়ে সিদ্ধান্ত নিল মোহনবাগান