মালদায় নাবালিকা গণধর্ষণ, মাঠে উদ্ধার একাদশ শ্রেণির ছাত্রী! চরম উত্তেজনা এলাকায়

Published on:

maldah

প্রীতি পোদ্দার: ৯ আগস্ট আরজি কর হাসপাতালে দ্বিতীয় বর্ষের সেই তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় ২ মাস পার। কিন্তু এখনও সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাই ছাড়া আর কাউকেই CBI গ্রেফতার করতে পারেনি। এদিকে সুবিচারের দাবিতে পথে নেমেছে জুনিয়র সিনিয়র ডাক্তারসহ একাধিক সাধারণ মানুষ। কিন্তু তবুও এই পরিস্থিতিতে এখনও ধর্ষণ এর মত নারকীয় ঘটনা ঘটে চলেছে। সম্প্রতি দশমীর দিন এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল সেখানকার যুব তৃণমূলের অঞ্চল সভাপতির তরফ থেকে।

ফের ধর্ষণের শিকার আরও এক ছাত্রী!

WhatsApp Community Join Now

ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। গত রবিবার অর্থাৎ দশমীর দিন সেই এলাকার এক অনুষ্ঠানে গিয়েছিল একাদশ শ্রেণীর এক ছাত্রী। কিন্তু অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নির্যাতনের শিকার হন ছাত্রী। গ্রামের এক মাঠে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী ওই যুবক। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। অচৈতন্য অবস্থায় ওই কিশোরীকে মালদা মেডিকেলে ভর্তি করানো হয়েছে৷

সুর চড়িয়েছে বিজেপি!

এই ঘটনার পর সাধারণ মানুষের সঙ্গে যথারীতি ময়দানে নেমে পড়ে গেরুয়া শিবির। এদিন বৈষ্ণবনগর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। তাঁদের অভিযোগ, অভিযুক্ত যুবক যুব তৃণমূলের অঞ্চল সভাপতি হওয়ায় পুলিশ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এদিকে উল্টো সুর গাইছে তৃণমূল। মালদহ জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল বলেন, “এখানে দলের কোনও ব্যাপার নেই। আইন আইনের পথে চলবে।”

বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা কিশোরীর বাবার দোকানে মাঝেমধ্যেই চা খেতে যেত ৷ সেই থেকেই তারা নির্যাতিতার বাবার পূর্ব পরিচিত ৷ সেদিন রাতে তারা প্রত্যেকেই মদ্যপান করে ছিল ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বেশ কিছুদিন ধরেই নির্যাতিতা কিশোরীকে নিশানা করেছিল অভিযুক্তরা ৷ শেষ পর্যন্ত গতকাল রাতে সুযোগ পেয়ে তারা কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ৷

সঙ্গে থাকুন ➥
X