আধার নিয়ে আরও কড়াকড়ি, বার্থ সার্টিফিকেটে নয়া নিয়ম আনল রাজ্য সরকার

Published on:

Birth Certificate

প্রীতি পোদ্দার, কলকাতা: স্কুল কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ডে নাম তোলা থেকে বিয়ের রেজিস্ট্রেশন, সরকারি চাকরিতে যোগ দেওয়া, সব কাজেই গুরুত্বপূর্ণ নথি হিসেবে সাবমিট করা হয় আধার কার্ড। কিন্তু বিগত কয়েক মাস ধরে জাল আধার কার্ডের বাড়বাড়ন্ত রীতিমত মাথা চারা দিয়ে উঠেছে। আর এই জাল আধার কার্ডের মাধ্যমে বেড়েই চলেছে অনুপ্রবেশকারীদের দাপট। সীমান্ত পেরিয়ে বাংলাদেশীরাও ঢুকে পড়ছে এপারে। যার দরুন বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই এই আবহে কঠোর পদক্ষেপ নিল আধার কর্তৃপক্ষ। এখন থেকে আধারের তৈরিতে করাতে হবে বার্থ সার্টিফিকেটের (Birth Certificate) অনলাইন ভেরিফিকেশন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অনলাইনে করতে হবে ভেরিফিকেশন

প্রত্যেকটি ভারতবাসীর কাছে গুরুত্বপূর্ণ তথ্য সামগ্রীর মধ্যে অন্যতম হল বার্থ সার্টিফিকেট। স্থানীয় কর্তৃপক্ষ অর্থাৎ শহরাঞ্চলে মিউনিপ্যাল কর্পোরেশন ও গ্রামাঞ্চলে মহকুমা শাসকের কার্যালয় বা গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে দেওয়া হয় এই বার্থ সার্টিফিকেট। শিশুর জন্মের ২১ দিনের মধ্যে জন্মের নিবন্ধন করতে হয়। নইলে অনেক টাকা খরচ করতে হয় এতটাই গুরুত্বপূর্ণ এই নথি। কিন্তু দেখা যাচ্ছে এই বার্থ সার্টিফিকেটও অনেকেই জাল করছে। তাই UIDAI ও পশ্চিমবঙ্গ স্বাস্থ্যদপ্তরের যৌথ সিদ্ধান্তে নেওয়া হয়েছে যে, আধারের তৈরিতে এখন করাতে হবে বার্থ সার্টিফিকেটের অনলাইন ভেরিফিকেশন।

রাজ্য ও আধার কর্তৃপক্ষের মধ্যে বৈঠক

ইতিমধ্যেই রাজ্যের আধার আধিকারিকরা স্বাস্থ্যদপ্তরের শীর্ষকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। সপ্তাহ দুয়েকের মধ্যেই এই কর্মসূচি শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যদপ্তরের এক পদস্থকর্তা। এছাড়াও এই সমস্ত পরিকল্পনা যাতে দ্রুত বাস্তবায়িত হয় তার জন্য রাজ্য ও আধার কর্তৃপক্ষের মধ্যে বৈঠকের কথা নিশ্চিত করেছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। আর এই নয়া পরিকল্পনার মাধ্যমে কিউ আর কোড দিয়ে স্ক্যান করে অনায়াসে দেখা যাবে। ১৮ বছরের নীচে আধার কার্ড করার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে। ১৮ বছরের ঊর্ধ্বে হলে জমা দিতে হলে ভোটার কার্ড বা স্বীকৃত সরকারি পরিচয়পত্র প্রয়োজন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ জাতীয় সড়ক নির্মাণে এগিয়ে বাংলা, কেন্দ্রের রিপোর্টে বিরাট প্রাপ্তি রাজ্য সরকারের

সেক্ষেত্রে যখন বার্থ সার্টিফিকেট কিউআর কোডে স্ক্যান করা হলে যদি দেখা যায়, সেই জন্ম শংসাপত্র সরকারের পোর্টালে রয়েছে, তাহলে সেটি জাল হওয়ারও কোনও সম্ভাবনা থাকবে না। দপ্তর সূত্রের খবর, এখনও পর্যন্ত নয়া পোর্টাল থেকে ৪৮ লক্ষ বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে। আর এসবের উপর ভিত্তি করেই তৈরি হবে আধার কার্ড।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group