কাল থেকে মহানগরীতে আংশিক বন্ধ জল, কোন কোন এলাকা, কতদিন? জানাল কলকাতা পুরসভা

Published on:

water supply

প্রীতি পোদ্দার, কলকাতা: নিত্যজীবনে জল জীবনের এক অপরিহার্য অঙ্গ। অর্থাৎ জল ছাড়া কার্যত জীবন অচল হয়ে যায়। রান্না থেকে স্নান, বাসন ধোয়া থেকে কাপড় কাচা, সবকিছুর জন্যই জল খুবই দরকার হয়ে পরে। এবার সেই জল সরবরাহ বন্ধ করতে চলেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। তাও আবার সপ্তাহের প্রথম কর্মদিবসে। এমনই ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জল সরবরাহ বন্ধের ঘোষণা পুরসভার তরফ থেকে

গত সোমবার এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুরনিগমের জল সরবরাহ বিভাগ। জানানো হয়েছে, ভালভ মেরামতি, পাইপ লাইনের কাজ, মোটর যন্ত্রের মেরামতি-সহ একাধিক কাজ করা হবে বলে ১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে ১৭ তারিখ সকাল ৬টা পর্যন্ত উত্তর কলকাতা পুরনিগমের বোরো-১ থেকে বোরো-৭ এলাকার সর্বত্র জল সরবরাহ বন্ধ থাকবে। বোরো-৮-এরও বেশ কিছু জায়গা, কসবায় জল সরবরাহ বন্ধ থাকবে। পরের দিন অর্থাৎ ১৭ ডিসেম্বর সকাল থেকে আবার পরিশ্রুত জল সরবরাহ শুরু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কোথায় কোথায় বন্ধ থাকবে পরিষেবা?

কলকাতা পুরসভার বিজ্ঞাপন সূত্রে জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ সোমবার উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় সকাল থেকেই বন্ধ থাকবে জল পরিষেবা। হাতিবাগান, বড় বাজার, শ্যামবাজার, মানিকতলা, ধর্মতলা থেকে পার্ক সার্কাসের মত বেশ কিছু এলাকাতে বন্ধ থাকবে জল পরিষেবা। শুধু তাই নয়, পলতা থেকে যে সব স্থানে জল সরবরাহ করা হয় সেসব স্থান গুলি যেমন পানিহাটি, কামারহাটি পুর এলাকা-সহ বিস্তীর্ণ জায়গা সেখানেও জল সরবরাহ বন্ধ থাকবে। অন্যদিকে একই অবস্থা হবে সল্টলেক পুরসভা এলাকার অন্তর্গত স্থানগুলিতে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আসলে আগামী গ্রীষ্মে যাতে জল সরবরাহ সঠিকভাবে বজায় থাকে তার জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, পলতা জল উৎপাদন কেন্দ্র ও টালা সরবরাহ কেন্দ্রের পাইপ লাইন এবং বিভিন্ন জায়গায় অন্তত ৫০টি বিভিন্ন ধরনের মেরামত করা হবে। তাই সমস্যায় পড়তে হবে অনেককেই। যদিও এই বিজ্ঞপ্তি প্রথমে রবিবারের জন্য ছিল, যেহেতু রবিবার ছুটির দিন। কিন্তু আজ যেহেতু মরশুমের শেষ বিয়ে, তাই কলকাতার প্রায় সব অনুষ্ঠান ভবন বুক হয়ে গিয়েছে। তাই জনস্বার্থে রবিবারের বদলে সোমবার সকাল থেকে পানীয় জল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group