প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছরের শুরুর দিকে জানুয়ারি মাসে পুরনো বালিঘাট ও বালিহল্টের মাঝের ব্রিজের সংস্কারের জন্য অনেকদিন টানা পাঁচদিন ট্রেন বন্ধ রাখা হয়েছে। সেই সময় শিয়ালদহ-ডানকুনির (Sealdah Dankuni Section) মাঝে টানা ১০০ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েছিলেন নিত্যযাত্রীরা। আর এই আবহে ফের ট্রেন বাতিলের সংকটের মুখে পড়ল নিত্যযাত্রীরা। জানা গিয়েছে শিয়ালদহ–ডানকুনি শাখার দমদম লাগোয়া অংশে আগামীকাল থেকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করতে চলেছে রেল কর্মীরা। টানা ৭ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখছে রেল। যার জেরে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়বেন নিত্যযাত্রীরা।
বিজ্ঞপ্তিতে কী জানানো হয়েছে?
সম্প্রতি শিয়ালদহ–ডানকুনি শাখায় রেল চলাচল বন্ধ নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, আগামীকাল অর্থাৎ, শনিবার রাত ১১.৪০ থেকে রেলের কাজ শুরু হবে। যা পরের দিন অর্থাৎ ৬ এপ্রিল রবিবার সকাল ৬.৪০ পর্যন্ত চলবে। আর এই সময়ের মধ্যে শনিবার রাতে একটি করে আপ ও ডাউন শিয়ালদহ–ডানকুনি লোকাল বাতিল থাকবে। এবং রবিবার আটটি আপ ও ডাউন ডানকুনি লোকাল বাতিল থাকবে। বাতিল হওয়া ট্রেনগুলোর তালিকায় রয়েছে শিয়ালদহ–বনগাঁ আপ ও ডাউন একটি করে লোকাল এবং শিয়ালদহ–হাবরা আপ ও ডাউন একটি করে লোকাল।
কোন কোন এক্সপ্রেস ট্রেন বাতিলের মুখে?
তবে শুধু লোকাল ট্রেন নয় বাতিল থাকবে কয়েকটি এক্সপ্রেস ট্রেনও। রেল সূত্রে জানা গিয়েছে যে সকল এক্সপ্রেস ট্রেন ডানকুনিতে বন্ধ থাকবে সেগুলি হল বামনহাট–শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস। এটি শুধুমাত্র ব্যান্ডেল–নৈহাটি–দমদম জংশন হয়ে চলাচল করবে। এবং ডানকুনির বদলে ট্রেনটি দমদম ও বেলঘরিয়ায় থামবে। এছাড়াও ডানকুনিতে থাকবে না হলদিবাড়ি–শিয়ালদহ দার্জিলিং মেল। আগামীকাল এই ট্রেনটি ব্যান্ডেল, নৈহাটি ও দমদম জংশন হয়ে যাতায়াত করবে। এবং ডানকুনির বদলে ট্রেনটি দমদমে থামবে।
আরও পড়ুনঃ IPL-র মাঝেই বড় খবর! MI-তে যাচ্ছেন KKR তারকা কুইন্টন ডিক’ক
এছাড়াও রেল সূত্রে জানা গিয়েছে, নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহ পদাতিক এক্সপ্রেসও আগামীকাল ব্যান্ডেল, নৈহাটি ও দমদম জংশন হয়ে শিয়ালদহ পৌঁছবে। এবং ডানকুনিতে রেলের কাজের কারণে পুরী–শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসের সময়সূচীও পরিবর্তন করা হয়েছে। ট্রেনটি আগামীকাল রাত ৭.২৫ মিনিটের বদলে পুরী থেকে ছাড়বে রাত ১০.২৫ মিনিটে। তাই কোনো গন্তব্যে যাওয়ার আগে অবশ্যই ট্রেনের সময়সূচি এবং রুট সম্পর্কে ভালো করে জেনে নিন। নইলে পরে মাঝ রাস্তায় বিপদে পড়তে পারেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |