নম্বর ছাড়া আর রাস্তায় চলবে না টোটো! পরশু থেকে শুরু রেজিস্ট্রেশন, কতদিন চলবে?

Published:

Toto Registration
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার টোটোতেও বসানো হবে নম্বর প্লেট। হ্যাঁ, বাস, ট্যাক্সি, অটোর মতো এবার টোটোর রেজিস্ট্রেশনও (Toto Registration) বাধ্যতামূলক করে দিল সরকার। তার পাশাপাশি অস্থায়ী নম্বর প্লেটও দেওয়া হবে। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী গতকাল সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ৩০ নভেম্বরের পর থেকে রেজিস্ট্রেশন ছাড়া আর কোনও টোটো রাস্তায় চালানো যাবে না। তবে কীভাবে করতে হবে রেজিস্ট্রেশন, কত টাকা লাগবে, বিস্তারিত জানিয়ে দেব আজকের প্রতিবেদনে।

কী বললেন রাজ্যের পরিবহন মন্ত্রী?

এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন, আগামী ১৩ অক্টোবর থেকে টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। আর এই রেজিস্ট্রেশন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। যে সমস্ত টোটো চালকরা রেজিস্ট্রেশন করাবে, তাদেরকে একটি অস্থায়ী নম্বর প্লেট দেওয়া হবে। আর একটি এনরোলমেন্ট নম্বরও পাওয়া যাবে, যেখানে একটি কিউআর কোড দেওয়া থাকবে। আর অনলাইনের মাধ্যমেই রেজিস্ট্রেশন করতে হবে, যার জন্য ১০০০ টাকা খরচ হবে। রেজিস্ট্রেশন না করলে আর কোনও টোটো রাস্তায় চলতে দেওয়া যাবে না।

যেমনটা জানানো হয়েছে, প্রথম ধাপে রেজিস্ট্রেশনের জন্য ১০০০ টাকা লাগবে। তারপর ছয় মাস কোনওরকম টাকা দিতে হবে না। তবে টোটো চালাতে গেলে প্রতি মাসে ১০০ টাকা করে একটি ফি দিতে হবে। এমনকি এখন যারা টোটো চালাচ্ছে, তাদেরকে আগামী দিন নতুন অনুমোদিত ই-রিক্সা কিনে রেজিস্ট্রেশনও করাতে হবে। অথবা তাদের বর্তমান টোটোগুলির কাঠামোর মডেল পরিবর্তন করে ই-রিক্সায় পরিণত করতে হবে। পরিবহন মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী দিন টোটো চালাতে গেলে নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে চালকদের।

জারি হয়েছে গাইডলাইন

এদিকে রেজিস্ট্রেশন ছাড়াও টোটো চালানোর শৃঙ্খলা বজায় রাখার জন্য নতুন গাইডলাইন বেধে দিয়েছে রাজ্য সরকার। সেখানে জানানো হয়েছে, জাতীয় এবং রাজ্য সড়কে কোনওভাবেই টোটো নিয়ে ওঠা যাবে না। এমনকি বিনা অনুমতিতে টোটো তৈরি বা বিক্রয় করলে আগামী দিনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। টোটো তৈরি করতে গেলে অবশ্যই স্বীকৃত গাইডলাইন মেনে লাইসেন্স নিয়েই করতে হবে। আর আপাতত কেন্দ্র সরকার স্বীকৃত নয়টি সংস্থা থেকেই টোটো কেনা যাবে।

আরও পড়ুনঃ অনেকটাই দাম কমল সোনার, ৬৮৫০ টাকা চড়ল রুপোর দর! আজকের রেট

প্রসঙ্গত, পরিবহন দপ্তরের একটি হিসাব অনুযায়ী, রাজ্যে আনুমানিক ১৫ লক্ষের কাছাকাছি টোটো চলে। তবে দিনের পর দিন সেই সংখ্যা আরও বাড়ছ। আর এতে নিত্য যাত্রীদের আরও ভোগান্তি পোহাতে হচ্ছে। কারণ রাস্তায় যানজট এখন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে এই টোটোর দৌরাত্ম্যের জন্য। আর এই অবৈধ টোটো নিয়ন্ত্রণের জন্যই সরকারের তরফ থেকে গাইডলাইন জারি করা হয়েছে। প্রথম ধাপে কোথায় কত টোটো চলে সেগুলি দেখা হবে। তারপর নির্দিষ্ট রুট বেধে দেওয়া হবে। এমনকি পরিবহনমন্ত্রী জানিয়েছেন, টোটো চালকরা যাতে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারে, তার জন্য আরটিও অফিসে ক্যাম্প তৈরি করা হবে। এবং বাংলা সহায়তা কেন্দ্রেও এই কাজ হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join