প্রীতি পোদ্দার, কলকাতা: এখন চলছে রমজান মাস। আর কিছুদিন পরেই পালন করা হবে ইদ (Eid 2025)। বিশ্বব্যাপী ইসলাম ধর্মাবলম্বীরা গোটা বছর অপেক্ষা করে থাকে এই ইদ এর জন্য। গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুসারে ইদ-উল-ফিতর-র কোনও নির্দিষ্ট দিন নেই। দশম মাসের আগে আকাশে চাঁদ দেখার পরেই ইদ পালিত হয়। সুতরাং, রমজানের শেষ দিনে চাঁদ দেখার উপরেই নির্ভর করে ইদ। এদিকে এই ইদের দিনে যাতে কোনো রকম অসুবিধার মুখোমুখি না হতে হয় তার জন্য রাস্তাঘাটে যান চলাচল নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। এবং জারি করা হল একাধিক বিধিনিষেধ।
কবে কখন বন্ধ থাকবে যান চলাচল?
কলকাতা পুলিশের তরফে জানা গিয়েছে ৩১ মার্চ ভোর ৪ টে থেকে বেলা ১২ টা পর্যন্ত কলকাতার বিভিন্ন রাস্তায় ট্রাম-সহ বিভিন্ন গাড়ি চলাচল বন্ধ থাকবে। কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি বুঝে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। নিউ রোড এবং ডাফরিন রোড দিয়ে গাড়িগুলোকে এন্ট্রি নিতে হবে। আর রানি রাসমণি অ্যাভিনিউ বা ট্রাম লাইন দিয়ে ‘এক্সিট’ করতে হবে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ভোর ৪ টে থেকে বেলা ১২ টা পর্যন্ত লেনিন সরণি এবং রফি আহমেদ কিদোয়াই রোডে ট্রাম চালচল বন্ধ থাকবে। আর এই গোটা ব্যবস্থার দায়িত্বে থাকবে ডিউটিতে থাকা অফিসার।
কোন কোন গাড়িগুলি চলতে পারবে?
এছাড়াও পণ্যবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রে কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ইদের দিন ভোর ৪ টে থেকে বেলা ১২ টা পর্যন্ত কলকাতায় মধ্যে পণ্যবাহী গাড়ি চলাচল করবে না। কিন্তু ব্যতিক্রম থাকবে কিছু গাড়ি। সেগুলি হল ফল, দুধ, মাছ, সবজি এবং ওষুধ বহনকারী গাড়ি, এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোল, তেল, লুব্রিক্যান্ট, অক্সিজেন সরবরাহকারী গাড়ি। অন্যদিকে ইদের আগেরদিন রাত ১০ টা থেকে ইদের দিন বেলা ১২ টা বা যতক্ষণ না ইদের অনুষ্ঠান শেষ হচ্ছে, ততক্ষণ রেড রোডে গাড়ি চলাচল বন্ধ থাকবে। অর্থাৎ ৩০ মার্চ রাত ১০ টা থেকে ৩১ মার্চ বেলা ১২ টা বা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রেড রোডে কোনও গাড়ি চলাচল করতে পারবে না।
আরও পড়ুনঃ ছেলে পড়ে শিলিগুড়িতে, বাংলায় এসে ভারতকে গালিগালাজ বাবার! ঘাড় ধাক্কা দিয়ে তাড়াল ভারতীয়রা
কিছুদিন আগে আইপিএল চলাকালীন কলকাতায় ইডেন গার্ডেন্সের আশপাশের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছিল কলকাতা পুলিশ। এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছিল ইডেন গার্ডেন্স বা কলকাতা ময়দান সংলগ্ন এলাকায় যত রাস্তা আছে, নির্দিষ্ট দিনে খেলা শুরু হওয়ার আগে সেই সব রাস্তায় মালবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এবং খেলার দিন নির্ধারিত সময়ে অন্যান্য গাড়িও বিভিন্ন বিকল্প রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। তার জন্য তালিকাও পেশ করা হয়েছিল। এছাড়াও নির্দেশিকায় এও বলা হয়েছে যে যদি ইদের দিনক্ষণ পরিবর্তিত হয়, তাহলে যেদিন উৎসব পালন করা হবে, সেদিন বিধিনিষেধ বহাল থাকবে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |