শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন বছরে ফিরল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার (Train Accident) স্মৃতি। ফের একবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটে গেল বাংলায়। ঘটনাস্থল সেই উত্তরবঙ্গ। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে প্যাসেঞ্জার ট্রেনকে পিছন থেকে সজোরে ধাক্কা মারল একটি ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে কোচবিহারে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।
ফের উত্তরবঙ্গে বিরাট ট্রেন দুর্ঘটনা
এদিন কোচবিহারের বামনহাট স্টেশনে ট্রেন দুর্ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পরেছে সর্বত্র। রেল সূত্রে খবর, ইঞ্জিন ঘোরানোর সময় দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনের পিছনে সজোরে ধাক্কা মারে ইঞ্জিন। এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে প্যাসেঞ্জার ট্রেনের শেষ বগিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সকাল ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছেন রেল আধিকারিকরা। সেইসঙ্গে ঘটনাটি কীভাবে ঘটল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস
২০২৪ সালের ১৭ জুন দিনটিকে কেউ ভুলতে পারবেন না। এদিন দার্জিলিংয়ে ১৭ জুন মালগাড়ি কঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পেছন থেকে ধাক্কা মেরেছিল। দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছিল। মৃতদের মধ্যে যাত্রী ট্রেনের গার্ড এবং মালগাড়ির চালকও ছিলেন। দুর্ঘটনার তদন্তের সময় রেলওয়ে নিরাপত্তা কমিশনার (সিআরএস) স্বীকার করেছেন যে তিনটি স্তরে বড় অবহেলা হয়।
প্রথম কারণ হলো সিগন্যাল খারাপ হওয়ার পরও সেকশনে মালগাড়ি এবং কঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়াও পাঁচটি অন্যান্য ট্রেন প্রবেশ করেছিল। অন্যদিকে কঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লোকো পাইলট ছাড়া অন্য কোনো ট্রেনের লোকো পাইলট সিগন্যাল খারাপ হওয়ার সময় ট্রেনকে ১৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে চালানোর এবং খারাপ সিগন্যালের উপর থামার রেলওয়ের নিয়ম মেনে চলেনি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |