আসানসোল ডিভিশনে ট্র্যাফিক ব্লক, একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেল

Published:

asansol traffic block
Follow

সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি আসানসোল (Asansol) এবং বর্ধমানের বাসিন্দা বা এই লাইনে রোজ যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরী খবর। পূর্ব রেলের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আর এই বিজ্ঞপ্তি দেখে আপনারও মাথায় বাজ ভেঙে পড়তে পারে। আসলে ফের একবার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। জানা গিয়েছে, আসানসোল ও বর্ধমানের মধ্যে দুটি ট্রেন বাতিল থাকবে।

ফের ট্রেন বাতিলের ঘোষণা রেলের

বর্তমানে উৎসবের মরসুম চলছে। আর এই উৎসবের মরশুমে সকলের মধ্যে একটি খুশির আমেজ বিরাজ করছে। কেউ হয়তো ট্রেনে করে ঘুরতে যাচ্ছেন তো কেউ কিংবা আবার যে যার বাড়ি যাচ্ছেন। তবে এই খুশির মধ্যেই ভাটা পড়তে চলেছে। আসলে পূর্ব রেলের তরফে জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আসানসোল ও বর্ধমানের মধ্যে চলাচলকারী ২টি মেমু ট্রেন বাতিল থাকবে। নিশ্চয়ই ভাবছেন যে আচমকা রেলের তরফে এরকম সিদ্ধান্ত কেন নেওয়া হল কিংবা কবে ট্রেন বাতিল থাকবে? রেলে তরফে জানানো হয়েছে ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আসানসোল ডিভিশনের আসানসোল ও রানিগঞ্জ স্টেশনের মধ্যে ডাউন লাইনে আগামী ৮. ১০, ২০২৫ অর্থাৎ বুধবার দুপুর ২টো থেকে বিকেল ৫টা অবধি ট্র্যাফিক ব্লকের প্রয়োজন হবে যেটি কিনা ট্রেন নম্বর ৬৩৫২২ আসানসোল-বর্ধমান মেমু চলে যাওয়ার পর শুরু হবে।

বিজ্ঞপ্তি জারি রেলের

ট্রাফিক ব্লকের জেরে ট্রেন নম্বর ৬৩৫২৪ আসানসোল-বর্ধমান মেনু এবং ট্রেন নম্বর ৬৩৫১৫ বর্ধমান-আসানসোল মেমু ট্রেন বুধবার বাতিল থাকবে। যাত্রীদের অসুবিধার জন্য রেলের তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ চলার কারণে বেশ কিছু ট্রেন বাতিল হবে এবং বেশ কিছু ট্রেনের সময় সীমা বদল হতে চলেছে। ৬ অক্টোবর থেকে ১২ অক্টোব পর্যন্ত হবে আদ্রা ডিভিশনে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ। এই কারণে ৭ দিন ৫ টি ট্রেন সম্পূর্ণ বাতিল থাকবে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ আংশিক সংক্ষিপ্ত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join