সহেলি মিত্র, কলকাতা: এ যেন উলটপুরাণ! দীর্ঘদিন ধরে যেখানে ট্রেন দেরিতে বা বাতিল হওয়ার কারণে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেখানে এবার সময়তে ট্রেন চলার জন্য বিক্ষোভ দেখালেন যাত্রীরা। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। বৃহস্পতিবার সন্ধেবেলা রেল যাত্রীরা ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন সোনারপুর স্টেশনে। এর কারণ সময়তে তাঁরা ট্রেন ধরতে পারেননি বলে। অফিস টাইমে বেশ খানিকক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে স্টেশন চত্ত্বর। ঘটনা সামাল দিতে শেষমেষ আসরে নামতে হয় রেল পুলিশকে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
সোনারপুর স্টেশনে বিক্ষোভ রেল যাত্রীদের
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে সোনারপুর স্টেশনে কেন বিক্ষোভ দেখান যাত্রীরা? তাহলে জানিয়ে রাখি, প্রতিদিন ঠিক সন্ধ্যা ছ’টা নাগাদ সোনারপুর থেকে ডায়মন্ডহারবার যাওয়ার লোকাল ছাড়ে। আর এই ট্রেনটি ধরার জন্য শিয়ালদা থেকে সোনারপুর লোকাল ধরে সোনারপুরে নামেন যাত্রীরা। এর কারণ সোনারপুর থেকে কিছুটা হলেই ফাঁকা মেলে। এমনিতে সোনারপুর, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং লোকাল আর পাঁচটা লোকাল ট্রেনের তুলনায় বেশ অনেকটাই ভিড় থাকে। বিশেষ করে ডায়মন্ড হারবার।
কিন্তু এই ট্রেন অনেকবারই হয় সময় মতো ধরতে পারেন না যাত্রীরা বলে অভিযোগ। এর কারণ শিয়ালদা-সোনারপুর লোকাল প্রায়ই দেরি করে। এদিকে নিজের সময় মতো ডায়মন্ড হারবার বেরিয়ে যায়। ফলে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয় নিত্য যাত্রীদের। বৃহস্পতিবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। ফলে ডায়মন্ড হারবার লোকাল যেতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। এরপর দীর্ঘক্ষণ সোনারপুর স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা।
আরও পড়ুনঃ ৭০ কিমিতে ঝড়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! আগামীকালের আবহাওয়া
অফিস টাইমে ভোগান্তির শিকার যাত্রীরা
যাত্রীরা বলেন, সন্ধ্যার পর শিয়ালদহ থেকে ডায়মন্ডহারবার লোকালগুলিতে ব্যাপক ভিড় হয়। তাই অনেকে সোনারপুর চলে আসেন। সেখান থেকে বসে ডায়মন্ডহারবার যান তাঁরা। কিন্তু বহুদিন ধরে শিয়ালদহ সোনারপুর লোকাল দেরি করে ছাড়ছে এবং ডায়মন্ডহারবার লোকাল সময়ে ছাড়ছে বলে এই ট্রেন ধরা যাচ্ছে না। যার ফলে পরের যে লোকালগুলি আসে তাতে এক প্রকার ওঠা যায় না। যে কারণে প্রায় ১৫ থেকে ২০ মিনিট বিক্ষোভ চলে সোনারপুর স্টেশনে। এরপর জিআরপি পুলিশের তৎপরতায় বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |