ভোগান্তি কমছেই না শিয়ালদা লাইনে!

Published on:

sealdah line

সহেলি মিত্র, কলকাতা: আবারো একবার দুর্ভোগের শিকার হতে হল রেল যাত্রীদের। স্কুল-অফিস টাইমে টানা বিক্ষোভের জন্য ব্যাহত হয়েছে বহু ট্রেন চলাচল বলে খবর। আর এই ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে। গতকাল বুধবারও জেনারেল কামরা বৃদ্ধির দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। তবে এই ঘটনার রেশ আজ বৃহস্পতিবারও থাকে। ফলে ব্যস্ত সময়ে অবরোধের কারণে বহু রেল যাত্রীকে যথেষ্ট ঝক্কি পোহাতে হয়েছে।

শিয়ালদা বিভাগে ফের ব্যাহত ট্রেন চলাচল

বিক্ষোভকারীদের অভিযোগ, বেশিরভাগ ট্রেনে লেডিজ কামরায় সংখ্যা বাড়ানো হচ্ছে। এদিকে প্রতিদিন জেনারেল কামরায় উপচে পড়ছে ভিড়। সবথেকে বড় কথা, এই গরমে ভিড়ে ঠাসা ট্রেনে যাতায়াত করা যেন রীতিমতো দুঃস্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছে অনেকের কাছে। ওর ফলে গতকাল শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনে দক্ষিণ বারাসাত স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীদের একাংশ। আপ ও ডাউনে একাধিক লোকাল আটকে পড়ে। পরে পুলিশ এসে সেই বিক্ষোভ সরানো হয়। তারপর আজ আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি।

এরপর আজ বৃহস্পতিবার সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখার উত্তর রাধানগর স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। এর ফলে শিয়ালদহ দক্ষিণ শাখার আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। ব্যাপক সমস্যার মুখে পড়েছেন যাত্রীরা।

আরও পড়ুনঃ দরপতনের ইতি, এবার সোনার দামে আগুন! বাড়ল রুপোর দরও, দেখুন আজকের রেট

ভোগান্তির শিকার যাত্রীরা

বিক্ষোভকারীদের অভিযোগ, সম্প্রতি এই লাইনের লোকাল ট্রেনে জেনারেল কম্পার্টমেন্টের সংখ্যা কমিয়ে মহিলা কামরার সংখ্যা বাড়ানো হয়েছে। কিন্তু ট্রেনের মোট কামরার সংখ্যা বাড়েনি। এর জেরে সমস্যা আরও বেড়ে গিয়েছে। প্রতিদিন ভিড়ে ঠাসাঠাসি করে যাতায়াত করতে হচ্ছে। অনেকের অভিযোগ, ভোরবেলা থেকেই নাকি ট্রেনে ভিড় বাড়ছে, ধাক্কাধাক্কি হচ্ছে। যদিও এই সমস্যা থেকে মুক্তি কবে মিলবে? সেই নিয়ে কোনোরকম আশ্বাস দেয়নি রেল।

সঙ্গে থাকুন ➥