প্রীতি পোদ্দার, বাঁকুড়া: নতুন বছর পড়তে না পড়তেই যে শুভ সময় শুরু হয়েছে সকলের জীবনে। একের পর এক শুভ পরিবর্তন হচ্ছে দেশ জুড়ে। আর ঠিক তেমনি দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হল বড় গোপালপুরে। সকলকে চমকে দিয়ে অবশেষে সেখানে রেল লাইনের চাকা গড়াল। নিজের এলাকায় ট্রেন চলাচল করতে দেখে বেশ খুশি স্থানীয় বাসিন্দারা। তবে এই লড়াই খুব যে সহজ ছিল তা নয়। বছরের পর বছর ধরে জমি সংক্রান্ত নানা জটিলতা, আন্দোলন ও বাধা কাটিয়ে অবশেষে এই সাফল্য মিলেছে।
জট কাটিয়ে অবশেষে গড়াল ট্রেনের চাকা
জমিজটে দীর্ঘদিন ধরে আটকে ছিল বিষ্ণুপুর-তারকেশ্বর রেলপথ প্রকল্প। ভাবাদিঘি সংলগ্ন জমি জটিলতা ও বাঁকুড়ার কোতুলপুর ব্লকের হেতাল গ্রামের বাসিন্দাদের আন্দোলনের কারণে রীতিমত বেকায়দায় পড়ে গিয়েছিল সেখানকার সমস্ত কাজ। অবশেষে প্রশাসন সেই সমস্যায় সক্রিয় ভূমিকা পালন করে সমাধানের পথ বের করে আনে। আর সমস্যা মিটতেই দ্রুত হারে শুরু হয়ে যায় সেখানে। কিছুদিন আগেই ওই রেলপথের মধ্যে বড় গোপালপুর পর্যন্ত রেলওয়ে ট্র্যাক বসানোর কাজ শেষ হয়। গত সপ্তাহে শুক্রবার ওই রেলপথে গোপালপুর পর্যন্ত রেলওয়ে সেফটি বিভাগ পরীক্ষামূলকভাবে ট্রেন চালায়।
খুশিতে আত্মহারা স্থানীয় বাসিন্দারা
স্বাভাবিকভাবেই খুশিতে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। এই পরীক্ষা সফল হলে খুব দ্রুতই ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে রেলের তরফ থেকে। ট্রেন চালু হওয়া প্রসঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছেন, পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক হলে খুব দ্রুত এই পথে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে। এই রেলপথ চালু হওয়ায় শুধু যে যাতায়াতের সুবিধাই আসবে তা কিন্তু নয়, বরং এলাকার অর্থনৈতিক ও সামাজিক পরিকাঠামো মজবুত হবে। এছাড়াও শহরের সঙ্গে এক দৃঢ় সংযোগ গড়ে উঠবে। বাড়বে কর্মসংস্থান।