টানা ৬ দিন হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

Published on:

Train Cancelled

সহেলি মিত্র, কলকাতা: দুর্গাপুজোর আবহে ফের একবার মাথায় হাত পড়তে চলেছে সাধারণ রেল যাত্রীদের। আবারও একবার ট্রেন বাতিল (Train Cancelled) হতে চলেছে হাওড়া ডিভিশনে। ইতিমধ্যে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। এদিকে রেলের এহেন বিজ্ঞপ্তি দেখে স্বাভাবিকভাবেই মাথায় চিন্তার বাজ ভেঙে পড়েছে সকলের। পুজো আসতে মাত্র আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। এহেন পরিস্থিতিতে হাওড়া ডিভিশনে বেশ কিছু ট্রেন বাতিলের ঘটনায় যে সাধারণ মানুষ বিপাকে পড়বেন সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। নিশ্চয়ই ভাবছেন কোন কোন ট্রেন বাতিল থাকবে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

পুজোর মুখে ফের ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম-অম্বিকা কালনা-গুপ্তিপাড়া স্টেশনের মধ্যে ডাউন ব্যান্ডেল-আজিমগঞ্জ-কাটোয়া লাইনে বেশ কিছুদিন ধরে চলবে ট্র্যাক রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ। এই কাজের জন্য এই শাখার এই লাইনে ট্রাফিক ব্লক হবে।

আরও জানা গিয়েছে, দিনেরবেলা ট্র্যাক রক্ষনাবেক্ষণ কাজের জন্য হাওড়া ডিভিশনের  ব্যান্ডেল কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম-অম্বিকা কালনা-গুপ্তিপাড়া স্টেশনের মধ্যে ডাউন ব্যান্ডেল-আজিমগঞ্জ-কাটোয়া লাইনে টানা ৬ দিন অর্থাৎ আজ ১৯ সেপ্টেম্বর থেকে আগামী ২৪ সেপ্টেম্বর, ২০২৫ বুধবার অবধি প্রতিদিন টানা ৩ ঘন্টার জন্য ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। এর ফলে বাতিল থাকবে কিছু ট্রেন। চলুন জেনে নেওয়া যাক।

কোন কোন ট্রেন বাতিল থাকবে?

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর ৩৭৭৪৯ ব্যান্ডেল থেকে এবং ট্রেন নম্বর ৩৭৭৮৯ যথাক্রমে ১৯, ২০, ২১, ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর বাতিল থাকবে। অপরদিকে বেশ কিছু ট্রেন নিয়ন্ত্রণ করা হবে এই সময়টায়। যেমন ১৯, ২০, ২১, ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর ট্রেন নম্বর ৩৭৯২৫ কাটোয়া-হাওড়া লোকাল কাটোয়া ও ধাত্রীগ্রামের মধ্যে ১৫ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥