সহেলি মিত্র, কলকাতা: উৎসবের আবহে ভোগান্তির শেষ থাকছে না হাওড়া ডিভিশনের যাত্রীদের। সামনেই রয়েছে দীপাবলি এদিকে এখানে আলোর উৎসব কি ঘিরে একদিকে যখন সাজো সাজো রব তখনই খারাপ খবর শোনালো পূর্ব রেল। হাওড়া ডিভিশনে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য বেশ বহু ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বাতিল থাকবে বহু ট্রেন। চলুন তাহলে একজনে জেনে জেনে নেওয়া যাক কোন কোন ট্রেন বাতিল এবং কেন থাকবে?
হাওড়া ডিভিশনে টানা ১২ দিন চলবে কাজ
ইতিমধ্যে পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তি দেখে চোখ কপালে উঠেছে সকলের। রেলের বিজ্ঞপ্তি অনুসারে, ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য হাওড়া ডিভিশনের ব্যান্ডেল- কাটোয়ার শাখায় (Bandel-Katwa line) ধাত্রীগ্রাম স্টেশন লিমিট ও সমুদ্রগড় স্টেশনের মধ্যে আপ লাইনে প্রত্যেকদিন ৪ ঘন্টার ট্রাফিক ও পাওয়ার ব্লকে প্রয়োজন হবে। সেজন্য আগামী ১৬ই অক্টোবর বৃহস্পতিবার থেকে আগামী ২২ অক্টোবর শনিবার পর্যন্ত মাঝে মাঝে অর্থাৎ টানা ১২ দিন প্রত্যেক চার ঘণ্টার জন্য ট্রাফিক ব্লকের প্রয়োজন থাকবে।
কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১৬,২৩,২৬,২৯ অক্টোবর, এরপর ১,৪,৭,১০,১৩,১৬,১৯ এবং ২২ নভেম্বর অবধি বহু ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ব্যান্ডেল থেকে ট্রেন নম্বর ৩৭০৪১ ও কাটোয়া থেকে ৩৭৭৪২ বাতিল থাকবে। এদিকে ট্রেন নাম্বার ৩৭০৪৩ ব্যান্ডেল কাটোয়া লোকাল ব্যান্ডেল থেকে ভোর চারটে ত্রিশ মিনিটে পরিবর্তে ভোর ৫:২০ মিনিটে পুনঃ নির্ধারিত থাকবে।
এখানে জানিয়ে রাখি, স্পেশাল বা দেরিতে চলার ট্রেন যদি থাকে তবে ব্লক চলাকালীন সেগুলিকে রাস্তার মধ্যে যথাযথভাবে পথ পরিবর্তন বা নিয়ন্ত্রণ করা হবে। ইতিমধ্যে যাত্রীদের পাবলিক এড্রেস সিস্টেম অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সেই সঙ্গে অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পূর্ব রেল।